Winter Flower Care: প্লাস্টিকের নয়, মাটির টবেই ভাল থাকবে গাছের স্বাস্থ্য
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
গাছ লাগানোর জন্য অনেকেই প্লাস্টিকের টব বেছে নেন। কিন্তু প্লাস্টিকের টবের গায়ে কোনও ছিদ্র থাকে না। তাই প্রয়োজন মতো অক্সিজেন পায় না গাছ
উত্তর ২৪ পরগনা: সুযোগ পেলেই মানুষজন বাড়ির উঠোন, বারান্দা, সিঁড়ি, ছাদ এমনকি শোয়ার ঘরেও টবে আজকাল বাহারি নানান গাছ লাগিয়ে থাকে। তবে এখন মাটির টবের জায়গা দখল করে নিচ্ছে প্লাস্টিকের রঙিন টব। সহজলভ্য ও সহজ ব্যবহারযোগ্য হওয়ায় অনেকেই এখন ঘরের মধ্যে বাগান করার ক্ষেত্রে প্লাস্টিকের টবের দিকে ঝুঁকছেন। কিন্তু আপনার গাছের জন্য প্লাস্টিক নয়, মাটির টবই উপযুক্ত।
গাছ লাগানোর জন্য অনেকেই প্লাস্টিকের টব বেছে নেন। কিন্তু প্লাস্টিকের টবের গায়ে কোনও ছিদ্র থাকে না। তাই প্রয়োজন মতো অক্সিজেন পায় না গাছ। এছাড়াও গাছের গোড়ায় জল জমার ফলে গাছ মরে যেতেও পারে। তাই ঘরের মধ্যে গাছকে বাঁচিয়ে রাখতে হলে প্লাস্টিকের টব বর্জন করুন, বদলে নিয়ে আসুন মাটির পুরনো টপ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মাটির টব একটু দাম বেশি দিয়ে কিনতে হলেও গাছের পক্ষে ভাল। প্লাস্টিক টবে সরাসরি রোদ পড়ে গরম হয়। টবের ভিতরের অংশে গাছের কচি শিকড় টবের গায়ে লেগে থাকে। প্লাস্টিকের টব গরম হওয়ার ফলে সেই শিকড়ের ক্ষতি হয়। কিন্তু মাটির টবের ক্ষেত্রে এমনটি হয় না। সব মিলিয়ে প্লাস্টিকের টব সহজলভ্য হলেও গাছের সুস্বাস্থ্যের জন্য মাটির টবের যে বিকল্প নেই তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2023 5:23 PM IST