Pink Color Water: ট্যাপ খুলতেই ঝরঝর করে বেরচ্ছে গোলাপি জল! স্কুলে আতঙ্ক, বিরাট শোরগোল এলাকায়

Last Updated:

Pink Color Water: স্কুলের পানীয় জলের ট্যাপ খুলতেই বেরচ্ছে গোলাপি রঙের জল। পানীয় জলে বিষক্রিয়ার আতঙ্কে গত দু'দিন ধরে শিকেয় উঠেছে স্কুলের পঠনপাঠন।

ট্যাপ খুলতেই বেরচ্ছে গোলাপি জল! স্কুলে আতঙ্ক, বিরাট শোরগোল এলাকায়
ট্যাপ খুলতেই বেরচ্ছে গোলাপি জল! স্কুলে আতঙ্ক, বিরাট শোরগোল এলাকায়
হুগলি: স্কুলের পানীয় জলের ট্যাপ খুলতেই বেরচ্ছে গোলাপি রঙের জল। পানীয় জলে বিষক্রিয়ার আতঙ্কে গত দু’দিন ধরে শিকেয় উঠেছে স্কুলের পঠনপাঠন। আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। জনপ্রতিনিধিদের আশ্বাসেও কাটছে না আতঙ্ক। ভয়ে ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। মিড ডে মিল খাওয়াতেও রাজি নয় তাঁরা।
ঘটনাটি হুগলির আরামবাগের গৌরহাটি-১ পঞ্চায়েত এলাকার ডিহিবাগনান প্রাথমিক বিদ্যালয়ের। দাবি তোলা হয়েছে সুরক্ষিত পানীয় জলের ট্যাঙ্ক তৈরির। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় চত্বরের বাইরে রয়েছে পানীয় জলের ট্যাঙ্ক। সেখান থেকেই পাইপলাইনের মাধ্যমে জল বিদ্যালয়ের ভিতরে আসে। সেই জলেই রান্না হয় মিড ডে মিল। ওই জল পড়ুয়াদের পানীয় হিসেবেও ব্যবহার করা হয়।
advertisement
advertisement
বৃহস্পতিবার থেকে ওই জল নিয়েই ঘটে বিপত্তি। স্কুলে জল খেতে গিয়ে পড়ুয়াদের নজরে পড়ে, পানীয় জলের রং গোলাপি। তা দেখেই হতবাক হয়ে যান শিক্ষক, ছাত্র থেকে গ্রামের মানুষ। ট্যাঙ্কের ভিতরে কোনও পদার্থ মেশানো হয়েছে বলেই তাঁদের ধারণা। অনেকে অনুমান করেন কোনও দুষ্কৃতী বিষাক্ত কিছু মিশিয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে শোরগোল পড়েছে। খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা ছুটে যায় স্কুলে। তবে তাতেও আশ্বস্ত হননি এলাকার মানুষ।
advertisement
তাঁদের দাবি, সুরক্ষিত পানীয় জলের ব্যবস্থা করা হোক স্কুলে। এই ঘটনার জেরে গত দুদিন ধরে পড়ুয়াদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। যার জেরে পঠনপাঠন শিকেয় উঠেছে। এমনকী অন্য জায়গা থেকে জল এনে রান্না করা হলেও মিড ডে মিলের খাবার ছেলেমেয়েদের খাওয়াতে রাজি নন অভিভাবকরা। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান।
advertisement
শুভদীপ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pink Color Water: ট্যাপ খুলতেই ঝরঝর করে বেরচ্ছে গোলাপি জল! স্কুলে আতঙ্ক, বিরাট শোরগোল এলাকায়
Next Article
advertisement
অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়িতে ধাক্কা ভলভো বাসের! বিরাট দুর্ঘটনার মুখে সবার প্রিয় ‘একেন বাবু’! 
বিরাট দুর্ঘটনার মুখে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী! 'একেন বাবু'র গাড়িতে ধাক্কা ভলভো বাসের!
  • জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী দক্ষিণ কলকাতায় ভলভো বাস দুর্ঘটনার শিকার হন.

  • অনির্বাণের শারীরিক অবস্থার বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি.

  • একেন বাবু চরিত্রে অনির্বাণের অভিনয় বাংলা কনটেন্টে নতুন মাত্রা এনেছে.

VIEW MORE
advertisement
advertisement