Train Cancelled: দক্ষিণ পূর্ব রেলে ফের কাজ হবে, ব্যস্ততম রেলওয়ে লাইনে একের পর এক ট্রেন বাতিল, রুট বদল অনেক ট্রেনের
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Train Cancelled: আদ্রা ডিভিশনে সপ্তাহ ব্যাপী রোলিং ব্লক, বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন
পুরুলিয়া: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। রেলের তরফে জানান হয়েছে, আগামী ২৬ জানুয়ারি সোমবার থেকে আগামী ১ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই কারণেই ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
advertisement
advertisement
advertisement
আগামী ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনাপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার।যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ৩০ জানুয়ারি টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-আসানসোল-আদ্রা সেকশনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement









