Siliguri News: শিলিগুড়ি শহরে আসছেন বলিউড গায়িকা পলক মুছল, শিলিগুড়ি কলেজ অনুষ্ঠানের জন্য কোন রাস্তায় কতটা যানজট? জেনে নিন ট্র্যাফিকের খবর
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
২৫ জানুয়ারি মঞ্চ মাতাবে ‘বাংলা ফকিরা’ ব্যান্ড, আর ২৬ জানুয়ারি থাকছে ‘পলক মুছলে’র বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রায় দুই হাজার আসনের বিশাল আয়োজন করা হয়েছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : অবশেষে বহু প্রতীক্ষার অবসান। শিলিগুড়ির প্রাণকেন্দ্র বলা চলে ‘ফুসফুস’ হিসেবে পরিচিত শিলিগুড়ি কলেজের প্লাটিনাম জুবিলী উদযাপন পৌঁছেছে শেষ পর্যায়ে। ২৫ ও ২৬ জানুয়ারি দু’দিনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই সমাপ্তি টানছে এই ঐতিহাসিক উদযাপন। গোটা শহর জুড়ে অনুষ্ঠান নিয়ে উন্মাদনা, বিশেষ করে কলেজের প্রাক্তনীদের মধ্যে আলাদা আবেগ চোখে পড়ছে।
advertisement
দু’দিনের অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় সাংস্কৃতিক পরিবেশনা। ২৫ জানুয়ারি মঞ্চ মাতাবে ‘বাংলা ফকিরা’ ব্যান্ড, আর ২৬ জানুয়ারি থাকছে ‘পলক মুছলে’র বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রায় দুই হাজার আসনের বিশাল আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৪০০টি আসন ছাত্রছাত্রীদের জন্য, ৬০০টি অতিথিদের জন্য সংরক্ষিত। পাশাপাশি ১৫০ জন বিশেষ অতিথির জন্য আলাদা আসনের ব্যবস্থাও রাখা হয়েছে। দু’দিনের অনুষ্ঠানেই পাস ইতিমধ্যেই বিতরণ হয়ে গিয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
অনুষ্ঠান ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। যেহেতু এটি সবার জন্য উন্মুক্ত নয়, তাই পুলিশি নজরদারির পাশাপাশি ভলান্টিয়াররাও থাকবেন সার্বক্ষণিক। বড় অনুষ্ঠানে দর্শকদের অন্যতম চিন্তা থাকে যানবাহন পার্কিং নিয়ে—সেই বিষয়েই স্পষ্ট নির্দেশিকা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
কলেজের আশেপাশের একাধিক রাস্তায় থাকবে ট্রাফিক ‘নো এন্ট্রি’। পুলিশ মোতায়েন থেকে দিকনির্দেশ দেওয়া হবে কোথায় পার্কিং করতে হবে। দর্শকদের জন্য নির্ধারিত হয়েছে দুটি আলাদা পার্কিং এলাকা। টু-হুইলার পার্কিংয়ের ব্যবস্থা থাকবে শিলিগুড়ি গার্লস হাই স্কুলে, আর ফোর-হুইলার পার্কিং করা যাবে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এছাড়াও কলেজ সংলগ্ন এলাকা সম্পূর্ণ নো-এন্ট্রি করা হবে। শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে কলেজ হয়ে শিশু উদ্যান মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে, সমস্ত গাড়িকে বাঘাযতীন পার্কের সামনে দিয়ে ঘুরে চলাচল করতে হবে। বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব থেকে শিলিগুড়ি কলেজের এক নম্বর গেট পর্যন্ত রাস্তাটিও থাকবে নো-এন্ট্রি। শুধুমাত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারীরাই এই রাস্তাগুলি দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করতে পারবেন। কলেজ কর্তৃপক্ষের আশা, এই ব্যবস্থায় নির্বিঘ্নেই সম্পন্ন হবে শিলিগুড়ি কলেজের প্লাটিনাম জুবিলীর শেষ পর্বের অনুষ্ঠান।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য








