Sourav Ganguly Pretoria Capitals: ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ! সেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রফি ছোঁয়া হল না কোচ সৌরভেরও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
একমাত্র ব্রেভিসের ৫৬ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানে পৌঁছয় প্রিটোরিয়া৷
ফাইনালে উঠলেও খেতাব জয় হল না কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের৷ সাউথ আফ্রিকা টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপস-এর কাছে হেরে স্বপ্নভঙ্গ হল সৌরভের প্রিটোরিয়া ক্যাপিটালস-এর৷ ফাইনালে ব্যাটিং ব্যর্থতার সত্ত্বেও শেষ পর্যন্ত প্রিটোরিয়া লড়াই করলেও ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স ইস্টার্ন কেপ৷
রবিবার ফাইনালে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ হয় সৌরভের প্রিটোরিয়া৷ বলা ভাল প্রিটোরিয়াকে লজ্জার হাত থেকে বাঁচান ডেওয়াল্ড ব্রেভিস৷ দলের প্রথম ছ জন ব্যাটসম্যানের মধ্যে মাত্র দু জন দুই অঙ্কের রান পেয়েছেন৷ একমাত্র ব্রেভিসের ৫৬ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানে পৌঁছয় প্রিটোরিয়া৷ ব্রাইস পার্সন্স (৩০) এবং রাদারফোর্ড (১৭) রান করে ব্রেভিসকে কিছুটা সাহায্য করেন৷ যদিও শেষ ২ ওভারে মাত্র ৩ রান তোলে প্রিটোরিয়া৷ সেখানেই রান তোলার গতি অনেকটা কমে যায়৷ জবাবে ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স৷
advertisement
তুলনামূলক ভাবে কিছুটা লড়াই দেন প্রিটোরিয়ার বোলাররা৷ ফাইনাল ম্যাচকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যান তাঁরা৷ শেষ ওভারে জয়ের জন্য সানরাইজার্স-এর প্রয়োজন ছিল ৯ রান৷ যদিও ব্রাইস পার্সনস-এর প্রথম ২ বলেই পর পর দুটি ছক্কা মেরে প্রিটোরিয়ার স্বপ্নে জল ঢেলে দেন সানরাইজার্সের স্টাব৷
advertisement
এই নিয়ে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম চারটি সংস্করণে তিন বার চ্যাম্পিয়ন হল সানরাইজার্স ইস্টার্ন কেপ৷ একবার রানার্স আপ হয়েছে তারা৷ অন্যদিকে শেষ দু বছর পঞ্চম স্থানে শেষ করলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে এবার ফাইনালে উঠেও ব্যর্থ হল প্রিটোরিয়া৷
advertisement
২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে এই দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স-এর মাঠেই অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল অধিনায়ক সৌরভের৷ এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও আর এক ফাইনালে স্বপ্নভঙ্গ হল কোচ সৌরভের৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 12:30 AM IST











