রাত দু'টোয় দরজা খুলে ঢুকে প্রতিবেশী যুবকের 'নোংরা' খেলা! কিশোরীর ওপর নি*র্যাতন চালিয়ে প্রা*ণনাশের হুমকি

Last Updated:

Physical Assault Minor Girl : রাত দুটো নাগাদ বাইরে থেকে লাঠি দিয়ে ছিটকানি খুলে ঢুকে প্রতিবেশী যুবক রাজা রথ ওই কিশোরীকে মুখ চেপে ধরেনির্যাতন চালায়।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায় : রাতের অন্ধকারে ঘরের মধ্যে ঢুকে এক নাবালিকা কিশোরীকে ধ*র্ষণ। ধ*র্ষণের কথা কাউকে জানালে খুন করে ফেলা হবে হুমকিও দেওয়া হয়েছে। এমনই হুমকি দেওয়ার পরে অভিযুক্ত বেরিয়ে চলে যায় বলে অবিযোগ। নাবালিকা কিশোরীর ওপর এমনই নির্যাতনের অভিযোগ প্রতিবেশী যুবকের দিকে।
ঘটনার সমস্ত বিবরণ পুলিশের কাছে তুলে ধরে কালনা থানার দ্বারস্থ নির্যাতিতা ওই কিশোরীর পিসি। এদিন রবিবার আনুমানিক বিকেল সাড়ে চারটে নাগাদ কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। জানা গিয়েছে, ঘটনাটি কালনা থানার অন্তর্গত নিউ মধুবন এলাকার।
advertisement
advertisement
জানা গিয়েছে, নাবালিকা কিশোরীর বাবা এবং মা বাইরের রাজ্যে থাকেন কাজের সুবাদে। ফলে ঠাকুমার কাছেই দুই ভাইকে নিয়ে থাকে ওই কিশোরী। অভিযোগ, রবিবার আনুমানিক রাত দুটো নাগাদ বাইরে থেকে লাঠি দিয়ে ছিটকানি খুলে ঢুকে প্রতিবেশী যুবক রাজা রথ ওই কিশোরীকে মুখ চেপে ধরে ধ*র্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয় অভিযুক্তকে।
advertisement
এদিন সকালে পুরো ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। পুরো বিষয়টি লিখিত আকারে অভিযোগ জানিয়ে কালনা থানার দ্বারস্থ হয়েছে নির্যাতিতা ওই কিশোরীর পরিবার। অন্যদিকে এই ঘটনার পরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন সকলে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাত দু'টোয় দরজা খুলে ঢুকে প্রতিবেশী যুবকের 'নোংরা' খেলা! কিশোরীর ওপর নি*র্যাতন চালিয়ে প্রা*ণনাশের হুমকি
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement