রাত দু'টোয় দরজা খুলে ঢুকে প্রতিবেশী যুবকের 'নোংরা' খেলা! কিশোরীর ওপর নি*র্যাতন চালিয়ে প্রা*ণনাশের হুমকি
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Physical Assault Minor Girl : রাত দুটো নাগাদ বাইরে থেকে লাঠি দিয়ে ছিটকানি খুলে ঢুকে প্রতিবেশী যুবক রাজা রথ ওই কিশোরীকে মুখ চেপে ধরেনির্যাতন চালায়।
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায় : রাতের অন্ধকারে ঘরের মধ্যে ঢুকে এক নাবালিকা কিশোরীকে ধ*র্ষণ। ধ*র্ষণের কথা কাউকে জানালে খুন করে ফেলা হবে হুমকিও দেওয়া হয়েছে। এমনই হুমকি দেওয়ার পরে অভিযুক্ত বেরিয়ে চলে যায় বলে অবিযোগ। নাবালিকা কিশোরীর ওপর এমনই নির্যাতনের অভিযোগ প্রতিবেশী যুবকের দিকে।
ঘটনার সমস্ত বিবরণ পুলিশের কাছে তুলে ধরে কালনা থানার দ্বারস্থ নির্যাতিতা ওই কিশোরীর পিসি। এদিন রবিবার আনুমানিক বিকেল সাড়ে চারটে নাগাদ কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। জানা গিয়েছে, ঘটনাটি কালনা থানার অন্তর্গত নিউ মধুবন এলাকার।
আরও পড়ুন : অন্যদের যখন চোখে জল, তখন এই চাষিদের মুখে চওড়া হাসি! আখ চাষের লাভ জানলে বলবেন ‘টাকার গাছ’
advertisement
advertisement
জানা গিয়েছে, নাবালিকা কিশোরীর বাবা এবং মা বাইরের রাজ্যে থাকেন কাজের সুবাদে। ফলে ঠাকুমার কাছেই দুই ভাইকে নিয়ে থাকে ওই কিশোরী। অভিযোগ, রবিবার আনুমানিক রাত দুটো নাগাদ বাইরে থেকে লাঠি দিয়ে ছিটকানি খুলে ঢুকে প্রতিবেশী যুবক রাজা রথ ওই কিশোরীকে মুখ চেপে ধরে ধ*র্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয় অভিযুক্তকে।
advertisement
আরও পড়ুন : ডিভিসি’র ছাড়া জলে দামোদর ভয়াল! কাঁপছে মানুষ, প্রতি ঘণ্টায় বাড়ছে চিন্তা! লাগাতার মাইকিং করছে প্রশাসন
এদিন সকালে পুরো ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। পুরো বিষয়টি লিখিত আকারে অভিযোগ জানিয়ে কালনা থানার দ্বারস্থ হয়েছে নির্যাতিতা ওই কিশোরীর পরিবার। অন্যদিকে এই ঘটনার পরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 05, 2025 9:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাত দু'টোয় দরজা খুলে ঢুকে প্রতিবেশী যুবকের 'নোংরা' খেলা! কিশোরীর ওপর নি*র্যাতন চালিয়ে প্রা*ণনাশের হুমকি