Sugercane Profit : অন্যদের যখন চোখে জল, তখন এই চাষিদের মুখে চওড়া হাসি! আখ চাষের লাভ জানলে বলবেন 'টাকার গাছ'

Last Updated:

Sugercane Profit : এক বিঘা জমিতে আখ চাষে খরচ হয় প্রায় ২০-৩০ হাজার টাকা। আর বিক্রির সময়ে প্রায় এক লাখ টাকার কাছাকাছি লাভ মিলছে।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায় : লক্ষ্মীপুজোর আগে আখ বিক্রি করে লক্ষ্মী লাভ চাষিদের। পাইকারি বাজারে প্রতি পিস আখের দাম এখন ৮ থেকে ১৫ টাকা পর্যন্ত। দাম ভাল পাওয়ায় খুশি পূর্ব বর্ধমানের কালনা মহকুমার আখচাষিরা। লক্ষ্মীপুজোয় আখের বিশেষ চাহিদা থাকে। ফলে লক্ষ্মীপুজোর আগে লক্ষ্মীলাভ চাশিদের।
সামনেই আবার ছটপুজো। ফলে বাজারে চাহিদা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন চাষিদের। এক বিঘা জমিতে আখ চাষে খরচ হয় প্রায় ২০-৩০ হাজার টাকা। আর বিক্রির সময়ে মিলছে প্রায় এক লাখ টাকার কাছাকাছি লাভ। একই জমিতে আখের মতো ফসল ফলিয়ে দ্বিগুণ মুনাফা পাচ্ছেন কৃষকরা।
advertisement
advertisement
নাদনঘাট থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকে আখ যায় কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ পর্যন্ত। স্থানীয় আখচাষি সাহেব আলি শেখ বলেন, এবার আখের ভাল দাম মিলছে। আরেক চাষি শেখ সের মণ্ডলের কথায়, আখ চাষে পরিশ্রম অনেক, কিন্তু লাভও তার চেয়ে বেশি।
advertisement
সব মিলিয়ে উৎসব মরশুমে আখ চাষেই হাসি ফুটেছে চাষিদের মুখে। একদিকে যখন টানা বৃষ্টির ফলে কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে, ফসল নষ্ট হয়েছে, তখন আখ চাষিরা উৎসবের মরশুমে লাভ ঘরে তুলছেন। লক্ষ্মীপুজোর পরেও আখের বাজার ভাল থাকবে বলে তাঁদের আশা। সবমিলিয়ে আখেই হাসি ফুটেছে মুখে। হচ্ছে লক্ষ্মীলাভ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sugercane Profit : অন্যদের যখন চোখে জল, তখন এই চাষিদের মুখে চওড়া হাসি! আখ চাষের লাভ জানলে বলবেন 'টাকার গাছ'
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement