Lakshmi Puja 2024: এই গ্রামে লক্ষ্মী পুজোই প্রধান উৎসব! জাঁকজমক দেখলে অবাক হবেন

Last Updated:

Lakshmi Puja 2024: গোঘাটের প্রত্যন্ত গ্রাম বেঙাই। এই গ্রামে হয় না কোনও দুর্গা পুজো। এখানকার মূল উৎসব লক্ষ্মী পুজো। গত ১৬০ বছর ধরে সমৃদ্ধির দেবীর আরাধনায় মেতে ওঠেন গ্রামের মানুষ।

+
১৬০

১৬০ বছরের প্রাচীন লক্ষ্মীপুজো

হুগলি: গোঘাটের প্রত্যন্ত গ্রাম বেঙাই। এই গ্রামে হয় না কোনও দুর্গা পুজো। এখানকার মূল উৎসব লক্ষ্মী পুজো। গত ১৬০ বছর ধরে সমৃদ্ধির দেবীর আরাধনায় মেতে ওঠেন গ্রামের মানুষ। প্রথমে মাটির মন্দিরে দেবীর পুজো হতো। এখন গ্রামে গড়ে উঠেছে দেবীর স্থায়ী মন্দির। গ্রামের মানুষের বিশ্বাস, লক্ষ্মীদেবীর কৃপায় তাঁরা সাবলম্বী হয়েছেন। ধন-সম্পত্তি বেড়েছে। তাই দুর্গা পুজো নয় লক্ষ্মী পুজোর জন্য তাঁদের বছর ভরের অপেক্ষা চলে।
কর্ম সূত্রে যাঁরা বাড়ির বাইরে থাকেন তাঁরা এই সময় ঘরে ফেরেন। বাড়ির মেয়েরাও শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়ি আসেন। গোটা গ্রাম মেতে ওঠে সমৃদ্ধির দেবীর আরাধনায়। পুজো উপলক্ষে গ্রামে বসেছে মেলা। প্রতিটি বাড়িতে আসে আত্মীয়-স্বজন। রাতভর চলে দেবীর আরাধনা। আট থেকে আশি সব বয়সের মানুষ এই পুজোয় শামিল হন। দিনদিন আড়ম্বর বাড়ছে এই পুজোর।
advertisement
advertisement
একেবারে দুর্গাপুজোর মতন করেই হয় লক্ষ্মী পুজোর আরাধনা। পাঁচ দিনব্যাপী উৎসবের মেজাজে মেতে ওঠেন গ্রামের মানুষজন। পাঁচ দিন ধরে বসে মেলা। কোজাগরী লক্ষ্মীপুজোর এমন ধুমধাম করে পালিত হতে আর অন্য কোথাও দেখা যায় না, এমনটাই বলছেন গ্রামের মানুষরা। মূলত ধন সম্পদের দেবী লক্ষ্মীকে তারা আরাধনা করেন কারণ গ্রামের বেশিরভাগ মানুষই কৃষক। যাতে সুজলা সুফলা শস্য শ্যামলা হয় তাদের জমি এবং তাতে যাতে সোনার ধান ফলে সেই আশাতেই লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন গ্রামের মানুষজন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmi Puja 2024: এই গ্রামে লক্ষ্মী পুজোই প্রধান উৎসব! জাঁকজমক দেখলে অবাক হবেন
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement