Virat Kohli: 'খেলাটা ছাড়বে কবে?' দেশের এক নম্বর তারকাকে বিরাট প্রশ্ন! ভারত ৪৬-এ শেষ হতেই হইচই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: বিরাট কোহলি ফের একবার শূন্য রানে সাজঘরে ফেরেন। যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ক্রিকেট ফ্যানেরা প্রশ্ন তোলেন 'খেলাটা ছাড়বে কবে?'।
বেঙ্গালুরু টেস্টে ভরাডুবি ভারতের তারকাখোচিত ব্যাটিং লাইনের। ব্যার্থ রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে সবাই। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে টসে জিতে ভারত অধিনায়কের ব্যাটিং করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। বিশেষ করে বিরাট কোহলি ফের একবার শূন্য রানে সাজঘরে ফেরেন। যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ক্রিকেট ফ্যানেরা প্রশ্ন তোলেন ‘খেলাটা ছাড়বে কবে?’।
বেশ কিছু সময় ধরে নিজের চেনা ছন্দে নেই বিরাট কোহলি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে একেবারেই ছন্দে নেই প্রাক্তন ভারত অধিনায়ক। শুভমান গিল না খেলায় বেঙ্গালুরুতে ৩ নম্বরে নামেন বিরাট কোহলি। ৯ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। তিন ব্যাটিং করে বিরাট কোহলি সাত ইনিংসে ১৬.১৬ গড়ে রান করেছেন। এই সময়ে তার সর্বোচ্চ স্কোর ৪১ রান।
advertisement
বিরাট এর আগে ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন, যা আবারও বেঙ্গালুরু টেস্টে পুনরাবৃত্তি হয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল হন বিরাট কোহলি। একের পক এক পোস্টে কোহলির অবসরের দাবি জানান নেটিজেনরা। নতুন জায়গা ছেড়ে দেওয়ারও দাবি তুলেছেন অনেক।
advertisement
Dear Virat Kohli,
You have played test cricket for years now, but now you are finished in this format. it’s time to give it to the deserving youngsters like sarfaraz etc. Please Retire & Free that 1 spot. My respect will be doubled up after your retirement.🙏🏻 pic.twitter.com/bFTUJrgQYj
— Prathmesh. (@45Fan_Prathmesh) October 17, 2024
advertisement
Virat Kohli In 2024 So Far (Test) :-
Rare Failure ❌ Always Failure ✅ pic.twitter.com/U02mb7vneT
— Aufridi Chumtya (@ShuhidAufridi) October 17, 2024
advertisement
Virat Kohli is completely finished. Like this tweet if you want him to retire ASAP. pic.twitter.com/ER0W79BLss
— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane) October 17, 2024
No one..
King Virat Kohli to bowlers :#INDvNZ pic.twitter.com/J6wDrdrqym
— UmdarTamker (@UmdarTamker) October 17, 2024
advertisement
প্রসঙ্গত, বেঙ্গালুর টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। যা দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৮০ রানে ৩ উইকেট। ১৩৪ রানে এগিয়ে। তৃতীয় দিনে দ্রুত অলআউট না করতে পারলে ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যাবে ভারতের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2024 7:40 PM IST