Mamata Banerjee: রয়েছে মমতার ছোঁয়া, কুমড়োর তরকারি, গুড় দিয়ে জমিয়ে সেই মুড়ি খেল গ্রামের সকলে
- Published by:Teesta Barman
Last Updated:
দর্শকদের মধ্যে বসেছিলেন আউশগ্রামের তেলতা গ্রাম থেকে যাওয়া দেবাশিস, নিরঞ্জন-সহ পঁচিশ জন যুবক। খাবার জন্য বস্তায় করে নিয়ে যাওয়া মুড়ি মমতার হাতে তুলে দেন তাঁরা। মঞ্চ থেকেই মমতা সেই মুড়ি দেখিয়ে মুড়িতে জিএসটি বসানোর প্রতিবাদ করেন।
#আউসগ্রাম: এ যেন এক অকাল উৎসব। মুড়ি খাওয়ার উৎসবে মাতল গ্রামের আট থেকে আশি। মুড়ি, আলু কুমড়োর তরকারি, সঙ্গে আখের গুড়। লাইন দিয়ে বসে তৃপ্তি করে সেই গুড়মুড়ি খেলেন সকলেই। এই মুড়িতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া।
এ মুড়ি গ্রামের সবার মধ্যে বিলিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল আগেই। সেই মতোই মুড়ি খাওয়া হল একসঙ্গে। তার মধ্য দিয়ে পালিত হল মুড়িতে জিএসটি বসানোর প্রতিবাদ। একুশের সভায় তৃণমূল কর্মীদের কাছ থেকে মুড়ি চেয়ে মুড়িতে জিএসটি বসানোর প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
এবার মুখ্যমন্ত্রীর ছোঁয়া মুড়ি গ্রামে নিয়ে এসে গ্রামের মানুষদের মধ্যে বিলি করে ও গ্রামবাসীদের মুড়ি খাইয়ে তাতে জিএসটি বসানোর প্রতিবাদ করল আউসগ্রামের তেলতা গ্রামের তৃনমূল কর্মীরা।
আউশগ্রামের তেলতা গ্রামের যুবকদের নিয়ে যাওয়া মুড়ি দেখিয়েই মুড়িতে জিএসটি বসানোর প্রতিবাদ করেছিলেন মমতা। তাই মমতার ছোঁয়া সেই মুড়ি গ্রামে নিয়ে গিয়ে বিলি করলেন আউশগ্রামের যুবকরা।
advertisement
২১-এর ধর্মতলার সভামঞ্চ থেকে মুড়িতে জিএসটি বসানোর প্রতিবাদ করার সময় মঞ্চ থেকেই মমতা কর্মী সর্মথকদের জিজ্ঞাসা করেন কেউ মুড়ি এনেছেন? দর্শকদের মধ্যে বসেছিলেন আউশগ্রামের তেলতা গ্রাম থেকে যাওয়া দেবাশিস, নিরঞ্জন-সহ পঁচিশ জন যুবক। খাবার জন্য বস্তায় করে নিয়ে যাওয়া মুড়ি মমতার হাতে তুলে দেন তাঁরা। মঞ্চ থেকেই মমতা সেই মুড়ি দেখিয়ে মুড়িতে জিএসটি বসানোর প্রতিবাদ করেন। পরবর্তী সময়ে মুড়ি ফেরত পেয়ে তাঁরা আর সেই মুড়ি খাননি। যেহেতু দলনেত্রী মমতার ছোঁয়া মুড়িতে লেগেছে। তাই নিজেদের সঙ্গে করে সেই মুড়ি তাঁরা কলকাতা থেকে গ্রামে নিয়ে এসেছিলেন। গ্রামের মানুষদের কাছে সেই ছোঁয়া পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে।
advertisement
তাঁদের কথায়, ''২০২২-এর ২১ জুলাই ভুলতে পারব না। জনজোয়ারে ভেসে দূর থেকে দলনেত্রীকে দেখব, তাঁর বক্তব্য শুনব এই আশাতেই মুড়ি বেঁধে কলকাতায় গিয়েছিলাম। সেই মুড়ি যে দিদির হাতের ছোঁয়া পাবে ভাবতে পারিনি। তাই গ্রামের সবাই মিলে এখন সেই মুড়ি খাওয়া হচ্ছে।''
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2022 8:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: রয়েছে মমতার ছোঁয়া, কুমড়োর তরকারি, গুড় দিয়ে জমিয়ে সেই মুড়ি খেল গ্রামের সকলে