Patuli Floating Market: বেহাল দশা পাটুলির ভাসমান বাজারের, ভাঙা নৌকায় বাস গৃহহীন বৃদ্ধ-বৃদ্ধার

Last Updated:

পাটুলির নৌকার উপর সপ্নের ভাসমান বাজারের ধ্বংসস্তূপে বাস করছে বেশ কয়েকজন বৃদ্ধ-বৃদ্ধা

+
নৌকা

নৌকা বাজার

গড়িয়া, দক্ষিণ ২৪ পরগণা,  সুমন সাহা: আজ থেকে প্রায় কয়েক বছর আগে মুখ্যমন্ত্রীর উদ্যোগে পাটুলি এলাকার খালে বিভিন্ন আকৃতির নৌকার উপরে গড়ে উঠেছিল ভাসমান বাজার। নৌকাতে ওঠার জন্য তৈরি হয়েছিল কাঠের তৈরি বিভিন্ন সেতু। নৌকার উপরে বিভিন্ন সামুদ্রিক মাছ, দেশীয় মাছ, চিংড়ি, মুরগির মাংস, খাসির মাংস, নানা ধরনের সবজি ও ফলের দোকান ছিল চোখে পড়ার মতো! বাদ যায়নি মনিহারি কিংবা স্টেশনারি দোকানও। স্থলভাগের দোকানে কেনার থেকে জলের উপরে ভাসমান নৌকাতে চড়ে বাজার করার মজাই ছিল আলাদা! দূর-দুরান্ত থেকে মানুষ সেখানে কেনাকাটার জন্য আসত। প্রতিটি দোকানের নামকরণ করা হয়েছিল নিজেদের কোন ঠাকুর দেবতা কিংবা বাবা মায়ের নামে।
সেই বাজার এখান ধ্বংসস্তূপ! কিন্তু কেন এমন বেহাল দশা? এলাকার মানুষের দাবি, বহুদিন ধরে নৌকাগুলি সংস্কার হয়নি। তার উপরে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে সব নৌকাগুলো নষ্ট হয়ে গিয়েছে।
বাজারে ছিল দুশোরও বেশি নৌকা। সেই বাজার এখান ধ্বংসস্তূপ! কিন্তু কেন এমন বেহাল দশা? এলাকার মানুষের দাবি, বহুদিন ধরে নৌকাগুলি সংস্কার হয়নি। তার উপরে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে সব নৌকাগুলো নষ্ট হয়ে গিয়েছে। তবে এখনও ওই নৌকার মধ্যে বাসস্থান তৈরি করে নিয়ে বাঁচার চেষ্টা করছেন কিছু বৃদ্ধ-বৃদ্ধা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। দু-একটি দোকান রয়েছে যারা সকাল থেকে পসরা সাজিয়ে বসে সন্ধ্যা হলে গুটিয়ে নেয়। সারাদিনে সামান্য কিছু বেচা কেনা হলেও খুব ভাল বেচাকেনা না হওয়ায় সংসার চালান দায়। যাঁরা এখনও নৌকা আগলে বসে রয়েছেন, তাঁদের আবেদন, ” আমাদের কোথাও দোকান করার, মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার আবেদন সরকারের কাছে।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patuli Floating Market: বেহাল দশা পাটুলির ভাসমান বাজারের, ভাঙা নৌকায় বাস গৃহহীন বৃদ্ধ-বৃদ্ধার
Next Article
advertisement
হরিয়ানার ফরিদাবাদে ১৭ বছর বয়সি মেয়েকে বাড়ির কাছে গুলি ! টিউশনের বন্ধু পলাতক
হরিয়ানার ফরিদাবাদে ১৭ বছর বয়সি মেয়েকে বাড়ির কাছে গুলি ! টিউশনের বন্ধু পলাতক
  • হরিয়ানায় ভয়াবহ কাণ্ড !

  • ফরিদাবাদে ১৭ বছর বয়সি মেয়েকে বাড়ির কাছে গুলি !

  • টিউশনের বন্ধু পলাতক

VIEW MORE
advertisement
advertisement