Patachitra: এই ঐতিহাসিক শিল্পে যেন প্রাগৈতিহাসিক যুগের ছোঁয়া

Last Updated:

Patachitra: বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিশ্ববরেণ্য শিল্পী যামিনী রায় গোটা পৃথিবীর কাছে চিনিয়েছিলেন পটচিত্রকে

বাড়ির দেওয়ালে আঁকা ভেষজ পট চিত্র
বাড়ির দেওয়ালে আঁকা ভেষজ পট চিত্র
পট শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ‘পট্ট’ থেকে। যার অর্থ হল বস্ত্র। পটচিত্র মানে চলতি ভাষায় কাপড়ের উপর অঙ্কিত চিত্রাবলী। সেই রং-চিত্রে উঠে আসে ভারতের পুরাণের কথা।
মুকন্দরামের কবিকঙ্কণে উঠে এসেছে পট জীবিকার কথা। আবার বিশাখদত্তের মুদ্রারাক্ষসে রয়েছে যমপটের কথা। বাণভট্টের হর্ষচরিতেও রয়েছে যমপট ব্যবসায়ীর কথা। এর থেকে বোঝা যায় এই শিল্পের প্রচীনতা এবং বিশালতা। মুকন্দরামের কবিকঙ্কণে উঠে এসেছে পট জীবিকার কথা। আবার বিশাখদত্তের মুদ্রারাক্ষসে রয়েছে যমপটের কথা। বাণভট্টের হর্ষচরিতেও রয়েছে যমপট ব্যবসায়ীর কথা। এর থেকে বোঝা যায় এই শিল্পের প্রচীনতা এবং বিশালতা।
advertisement
প্রাচীন শিল্প চেতনাকে বজায় রেখে বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের নয়াডিহি এবং ছাতনার শুশুনিয়ার ভরতপুর ২০২৪ সালেও এঁকে চলেছে এই পট চিত্রগুলি। বাড়ির পুরুষ থেকে মহিলা সকলেই আঁকেন ছবি। প্রত্যেকের নামের পাশে রয়েছে 'চিত্রকর' উপাধি। প্রাচীন শিল্প চেতনাকে বজায় রেখে বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের নয়াডিহি এবং ছাতনার শুশুনিয়ার ভরতপুর ২০২৪ সালেও এঁকে চলেছে এই পট চিত্রগুলি। বাড়ির পুরুষ থেকে মহিলা সকলেই আঁকেন ছবি। প্রত্যেকের নামের পাশে রয়েছে ‘চিত্রকর’ উপাধি।
advertisement
advertisement
বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিশ্ববরেণ্য শিল্পী যামিনী রায় গোটা পৃথিবীর কাছে চিনিয়েছিলেন পটচিত্রকে। পট শিল্পের বিভিন্ন গ্রহণযোগ্য ঘরানাগুলির মধ্যে অন্যতম বিখ্যাত ঘরানা হল বাঁকুড়ার পটচিত্র। তবে বর্তমান যুগে এই শিল্পকলা কিছুটা যেন অবহেলিত। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিশ্ববরেণ্য শিল্পী যামিনী রায় গোটা পৃথিবীর কাছে চিনিয়েছিলেন পটচিত্রকে। পট শিল্পের বিভিন্ন গ্রহণযোগ্য ঘরানাগুলির মধ্যে অন্যতম বিখ্যাত ঘরানা হল বাঁকুড়ার পটচিত্র। তবে বর্তমান যুগে এই শিল্পকলা কিছুটা যেন অবহেলিত।
advertisement
বাংলার পটচিত্রের অঙ্কনশৈলী ও বর্ণনার রীতি পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘরানা থেকে এসেছে। মূলত দুটো ঘরানার বিশেষ প্রচলিত, বেঙ্গল স্কুল ঘরানা ও সাঁওতালি অঙ্কনরীতি। বাংলার পটচিত্রের অঙ্কনশৈলী ও বর্ণনার রীতি পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘরানা থেকে এসেছে। মূলত দুটো ঘরানার বিশেষ প্রচলিত, বেঙ্গল স্কুল ঘরানা ও সাঁওতালি অঙ্কনরীতি।
advertisement
বেঙ্গল স্কুলের ভাবনায় তৈরি হয়েছিল মেদিনীপুর-তমলুক-কালীঘাট-ত্রিবেণী সামাজিক ঘরানা। বীরভূম ঘরানার মধ্যে ছিল বীরভূম-কান্দি-কাটোয়া। সাঁওতালি অঙ্কনরীতির মধ্যে পড়ে আদিবাসী বা সাঁওতালি পটচিত্র। পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় এই রীতির চর্চা হয়। বেঙ্গল স্কুলের ভাবনায় তৈরি হয়েছিল মেদিনীপুর-তমলুক-কালীঘাট-ত্রিবেণী সামাজিক ঘরানা। বীরভূম ঘরানার মধ্যে ছিল বীরভূম-কান্দি-কাটোয়া। সাঁওতালি অঙ্কনরীতির মধ্যে পড়ে আদিবাসী বা সাঁওতালি পটচিত্র। পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় এই রীতির চর্চা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patachitra: এই ঐতিহাসিক শিল্পে যেন প্রাগৈতিহাসিক যুগের ছোঁয়া
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement