গঙ্গায় ভাঙন চলাকালীনই দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
River bank Erosion : তাঁর দাবি ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। আরও চার জায়গাতে কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি
ধুলিয়ান : একদিকে ভাঙন যখন চলছে, ঠিক সেই সময় ভাঙন দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। শুক্রবার দুপুরে ধুলিয়ানের ফেরিঘাটে নৌকায় চেপে ঘনশ্যামপুর, প্রতাপগঞ্জ, মহেশ টোলা, নিমতিতা সহ একাধিক জায়গা ঘুরে দেখেন। এদিন মন্ত্রী বলেন, " ফিরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমস্ত রিপোর্ট দেব। মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।" তবে তাঁর দাবি ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। আরও চার জায়গাতে কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি।
তবে এত বড় কাজের জন্য কেন্দ্র সরকারকেও উদ্যোগী হতে হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, " কেন্দ্র সরকারের উচিত এই গঙ্গা ভাঙনের দায়িত্ব নেওয়া। " শুক্রবারেও কিন্তু ভাঙন অব্যাহত সামশেরগঞ্জ। শুক্রবার ভোর রাতে গঙ্গা ভাঙনে তলিয়ে যায় সামশেরগঞ্জের ঐতিহ্যবাহী ঘনশ্যামপুরের পুরাতন কবরস্থানের প্রাচীরের একাংশ। তলিয়ে যায় বেশ কিছু ফাঁকা জায়গা।
advertisement
আরও পড়ুন : নজিরবিহীন! নাসিকা হারানো মহিলার হাতে বেড়ে উঠল অন্য নাক, তার পর বসানো হল মুখের নির্দিষ্ট স্থানে
শুধু কবরস্থানের প্রাচীরের একাংশ নয় গোটা কবরস্থানটাই গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় গ্রামবাসীরা। শীতের শুরুতেও ভাঙন অব্যাহত থাকায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সকলের একটাই দাবি বোল্ডার দিয়ে স্থায়ীভাবে গঙ্গার পাড় বাঁধানো হোক।
advertisement
advertisement
আরও পড়ুন : শীতে নবাবের জেলায় বেড়াতে যাবেন? হাজারদুয়ারীতে প্রবেশের নিয়মে বড় বদল
স্থানীয় বাসিন্দা রিনা বিবি বলেন, " খুব কষ্ট করে বিড়ি বেঁধে একটা বাড়ি তৈরি করেছিলাম। কিন্তু সেটা চোখের সামনে নদীতে তলিয়ে গেল। আমাদের বাড়ি ঘর নেই জমিও নেই। আমরা পাশের একটা গোডাউনে থাকছি। " সুমেরা বিবি বলেন, " আমাদের বাড়ি ঘর জমি জায়গা কিছু নেই। গোটা গ্রাম একটু একটু করে তলিয়ে যাচ্ছে। আমরা এখন গ্রামের স্কুলে থাকছি। আমি চাই গঙ্গার পাড় বাধিয়ে দেওয়া হোক। নাহলে গোটা গ্রামকে রক্ষা করা যাবেনা। "
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2022 8:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গঙ্গায় ভাঙন চলাকালীনই দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক