Hazarduari Palace: শীতে নবাবের জেলায় বেড়াতে যাবেন? হাজারদুয়ারীতে প্রবেশের নিয়মে বড় বদল

Last Updated:

হাজারদুয়ারীর সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট হরি ওম সারন জানিয়েছেন, হাজারদুয়ারী চত্বরে বিভিন্ন ধরনের বেআইনি কাজ চলছিল৷ তা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

হাজারদুয়ারীতে নতুন নিয়ম৷
হাজারদুয়ারীতে নতুন নিয়ম৷
#বহরমপুর: নবাবের জেলা মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারী প্যালেসের মধ্যেই মিউজিয়ামে প্রবেশ করতে আগে টিকিট মূল্য ধার্য করা হত। কিন্তু হাজারদুয়ারী চতুর ও সামনের মাঠে প্রবেশ ছিল অবাধ। তবে এবার হাজারদুয়ারী চত্বরে প্রবেশ করতে হলেও কাটতে হবে টিকিট। এই সিদ্ধান্ত জেনে পর্যটকদের মতোই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও৷
হাজারদুয়ারীর সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্টের পক্ষ থেকে জারি করা নির্দেশে জানানো হয়েছে, এবার থেকে হাজারদুয়ারী চত্বরে ঢুকতে গেলেই টিকিট কাটতে হবে৷ সেই নোটিসও লাগানো হয়েছে হাজারদুয়ারীর গেটে৷ নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইনে ২০ টাকা ও কাউন্টার থেকে ২৫ টাকার বিনিময়ে হাজারদুয়ারী চত্বরে ঢোকার টিকিট কাটতে হবে৷
advertisement
advertisement
হাজারদুয়ারীর সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট হরি ওম সারন জানিয়েছেন, হাজারদুয়ারী চত্বরে বিভিন্ন ধরনের বেআইনি কাজ চলছিল৷ তা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এলাকাবাসীর দাবি, অনেকেই নমাজের সময় প্রার্থনার জন্য হাজারদুয়ারির সামনেই ইমামবড়াতে আসেন৷ সেই সময় টিকিট কাটা সম্ভব নয়৷ হাজারদুয়ারীর সামনে বিভিন্ন খাবারের দোকান বসত। সেই সব
দোকানগুলিও তুলে দেওয়া হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা৷
advertisement
যদিও হাজারদুয়ারীর সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট জানিয়েছেন,যাঁরা হাজারদুয়ারী চত্বরে প্রাতভ্রমণে আসেন অথবা প্রার্থনার জন্য ইমামবাড়াতে আসেন, তাঁদের কোনও প্রবেশ মূল্য দিতে হবে না৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hazarduari Palace: শীতে নবাবের জেলায় বেড়াতে যাবেন? হাজারদুয়ারীতে প্রবেশের নিয়মে বড় বদল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement