Hazarduari Palace: শীতে নবাবের জেলায় বেড়াতে যাবেন? হাজারদুয়ারীতে প্রবেশের নিয়মে বড় বদল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
হাজারদুয়ারীর সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট হরি ওম সারন জানিয়েছেন, হাজারদুয়ারী চত্বরে বিভিন্ন ধরনের বেআইনি কাজ চলছিল৷ তা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
#বহরমপুর: নবাবের জেলা মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারী প্যালেসের মধ্যেই মিউজিয়ামে প্রবেশ করতে আগে টিকিট মূল্য ধার্য করা হত। কিন্তু হাজারদুয়ারী চতুর ও সামনের মাঠে প্রবেশ ছিল অবাধ। তবে এবার হাজারদুয়ারী চত্বরে প্রবেশ করতে হলেও কাটতে হবে টিকিট। এই সিদ্ধান্ত জেনে পর্যটকদের মতোই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও৷
হাজারদুয়ারীর সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্টের পক্ষ থেকে জারি করা নির্দেশে জানানো হয়েছে, এবার থেকে হাজারদুয়ারী চত্বরে ঢুকতে গেলেই টিকিট কাটতে হবে৷ সেই নোটিসও লাগানো হয়েছে হাজারদুয়ারীর গেটে৷ নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইনে ২০ টাকা ও কাউন্টার থেকে ২৫ টাকার বিনিময়ে হাজারদুয়ারী চত্বরে ঢোকার টিকিট কাটতে হবে৷
advertisement
advertisement
হাজারদুয়ারীর সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট হরি ওম সারন জানিয়েছেন, হাজারদুয়ারী চত্বরে বিভিন্ন ধরনের বেআইনি কাজ চলছিল৷ তা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এলাকাবাসীর দাবি, অনেকেই নমাজের সময় প্রার্থনার জন্য হাজারদুয়ারির সামনেই ইমামবড়াতে আসেন৷ সেই সময় টিকিট কাটা সম্ভব নয়৷ হাজারদুয়ারীর সামনে বিভিন্ন খাবারের দোকান বসত। সেই সব
দোকানগুলিও তুলে দেওয়া হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা৷
advertisement
যদিও হাজারদুয়ারীর সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট জানিয়েছেন,যাঁরা হাজারদুয়ারী চত্বরে প্রাতভ্রমণে আসেন অথবা প্রার্থনার জন্য ইমামবাড়াতে আসেন, তাঁদের কোনও প্রবেশ মূল্য দিতে হবে না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 5:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hazarduari Palace: শীতে নবাবের জেলায় বেড়াতে যাবেন? হাজারদুয়ারীতে প্রবেশের নিয়মে বড় বদল