Anubrata Mondal: অস্ত্র মেয়ে সুকন্যার বয়ান, এবার জেলে গিয়ে অনুব্রতকে জেরা করবে ইডি

Last Updated:

এ দিন আদালতে ইডি-র পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, সেখানেও সুকন্যা এবং মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার বিষয়টি উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল৷
আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল৷
#অর্পণ চক্রবর্তী, আসানসোল: একই দিনে জোড়া ধাক্কা অনুব্রত মণ্ডলের৷ প্রথমে সিবিআই মামলায় জামিনের আবেদন খারিজ করে দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত৷ এর কিছুক্ষণের মধ্যেই ওই একই আদালত অনুব্রতকে জেলে গিয়ে জেরা করার জন্য ইডি-কে অনুমতি দিল৷
গরু পাচার মামলার তদন্তে একটানা বেশ কয়েক দিন ধরে দিল্লিতে ডেকে অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল এবং হিসেব রক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে ইডি৷ ওই দু' জনকে জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে, তারই ভিত্তিতে এবার অনুব্রতকে জেরা করতে চান ইডি আধিকারিকরা৷
advertisement
advertisement
এ দিন আদালতে ইডি-র পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, সেখানেও সুকন্যা এবং মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার বিষয়টি উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সংশ্লিষ্ট মহলের দাবি, এর পরে সায়গলের মতো অনুব্রতকেও দিল্লিতে নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে জেরা করার আবেদনও করতে পারে ইডি৷
advertisement
আজই গরু পাচার মামলায় ফের একবার আসানসোল আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে৷ যদিও জামিনের বিরোধিতা করতে গিয়ে কয়েকদিন আগে বীরভূমে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের করা মন্তব্যকে হাতিয়ার করে সিবিআই৷ ফিরহাদ হাকিম অনুব্রতকে 'বাঘ' বলে সম্বোধন করেছিলেন৷
সেই মন্তব্যের উল্লেখ করে আদালতে সিবিআই-এর আইনজীবী সওয়াল করে বলেন, অনুব্রত প্রভাবশালী বলেই তাঁর সঙ্গে বাঘের তুলনা করছেন রাজ্যের মন্ত্রী৷ ফলে অনুব্রত জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করার পাশাপাশি তথ্যপ্রমাণও নষ্ট করতে পারেন বলে যুক্তি দেন সিবিআই-এর আইনজীবী৷ যদিও জামিন পেলে অনুব্রত মণ্ডল বীরভূমে না গিয়ে কলকাতাতেও থাকতে রাজি বলে পাল্টা আদালতের কাছে আর্জি জানান তৃণমূল নেতার আইনজীবী৷ শেষ পর্যন্ত অবশ্য অনুব্রতর জামিনের আর্জি খারিজ করে দিয়ে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: অস্ত্র মেয়ে সুকন্যার বয়ান, এবার জেলে গিয়ে অনুব্রতকে জেরা করবে ইডি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement