Anubrata Mondal: কেসের চাপে পক্ককেশ? তিন মাসেই 'বৃদ্ধ' হলেন কেষ্ট

Last Updated:

তিন মাস ধরে সিবিআই-ইডির প্রশ্নবান সামলানোর ধাক্কা, কারাবাসে থেকে কেষ্টর সেই কালো চুল উধাও৷ কারবাসের ধাক্কায় অনুব্রত যেন বৃদ্ধ হয়েছেন৷

বোলপুরের বাড়িতে গ্রেফতারির দিন অনুব্রত (একদম বাঁদিকে)৷ শুক্রবার আসানসোল আদালতে পেশ করার সময়ে অনুব্রত৷ ছবি- পিটিআই ও অর্পণ চক্রবর্তী
বোলপুরের বাড়িতে গ্রেফতারির দিন অনুব্রত (একদম বাঁদিকে)৷ শুক্রবার আসানসোল আদালতে পেশ করার সময়ে অনুব্রত৷ ছবি- পিটিআই ও অর্পণ চক্রবর্তী
#আসানসোল: গরু পাচার মামলায় গত ১২ অগাস্ট বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই৷ সেদিনও যখন সিবিআই তাঁকে গ্রেফতারি করে প্রবল ভিড়ের মধ্যে দিয়ে গাড়িতে তুলছে, তখনও অনুব্রত ছিলেন অনুব্রতর মতোই৷ পরনে পাঞ্জাবি, ছোট করে ছাঁটা চুল মোটের উপরই কালোই৷
কিন্তু তিন মাস ধরে সিবিআই-ইডির প্রশ্নবান সামলানোর ধাক্কা, কারাবাসে থেকে কেষ্টর সেই কালো চুল উধাও৷ কারবাসের ধাক্কায় অনুব্রত যেন বৃদ্ধ হয়েছেন৷ আজ সকালে যখন আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দেখা গেল, অনুব্রতর মাথার চুল সম্পূর্ণ সাদা৷ তিন মাসে ওজন কমলেও মাথার চুল বেড়েছে অনুব্রতর, কিন্তু তা এখন পক্ককেশ৷
advertisement
advertisement
নিন্দুকরা বলছেন, সিবিআই-ইডি-র সাঁড়াশি চাপ যেভাবে সামলাতে হচ্ছে, তাতে অনুব্রতর মাথার চুল সাদা হয়ে যাওয়াই স্বাভাবিক৷ এতদিন ছিল গরু পাচার মামলার সূত্রে বিপুল বেআইনি সম্পত্তি তৈরির অভিযোগ৷ ভোট পরবর্তী হিংসা মামলার অভিযোগেও চলছে মামলা৷ তার সঙ্গে আবার লটারি জেতা নিয়েও আদাজল খেয়ে মাঠে নেমেছে সিবিআই৷ ঘনিষ্ঠদের তো বটেই, দিল্লিতে ডেকে পাঠিয়ে জেরা করা হচ্ছে মেয়ে সুকন্যাকেও৷ তার উপর তাঁকে বাদ দিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে তাঁর একচ্ছত্র দাপটে বিরোধীরা কব্জা করে কি না, সেই দুশ্চিন্তাও রয়েছে৷ এ দিনও যখন আদালতে পেশ করা হচ্ছে, অনুব্রতর মুখ তখন থমথমে৷ এর আগে জানা গিয়েছিল, জেলে গিয়ে বেশ কয়েক কেজি ওজন কমে গিয়েছে অনুব্রতর৷
advertisement
একসময় বীরভূমের কেষ্ট ছিলেন বিরোধীদের চিন্তার কারণ৷ এখন তাঁর মাথাতেই চিন্তা আর চাপের পাহাড়৷ ফলে, চুলের আর দোষ কী!
তবে এত কিছুর মধ্যেও অনুব্রতর স্বস্তি একটাই৷ এখনও দল এবং সর্বোপরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে রয়েছেন৷ আপাতত অনুব্রতর স্বমেজাজে প্রত্যাবর্তনের আশায় তাঁর অনুগামীরা৷ কেষ্টর প্রত্যাবর্তন ঘটলে তাঁর মিশ কালো চুলও ফিরে আসে কি না, তা হয়তো সময় বলবে!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: কেসের চাপে পক্ককেশ? তিন মাসেই 'বৃদ্ধ' হলেন কেষ্ট
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement