Anubrata Mondal: কেসের চাপে পক্ককেশ? তিন মাসেই 'বৃদ্ধ' হলেন কেষ্ট

Last Updated:

তিন মাস ধরে সিবিআই-ইডির প্রশ্নবান সামলানোর ধাক্কা, কারাবাসে থেকে কেষ্টর সেই কালো চুল উধাও৷ কারবাসের ধাক্কায় অনুব্রত যেন বৃদ্ধ হয়েছেন৷

বোলপুরের বাড়িতে গ্রেফতারির দিন অনুব্রত (একদম বাঁদিকে)৷ শুক্রবার আসানসোল আদালতে পেশ করার সময়ে অনুব্রত৷ ছবি- পিটিআই ও অর্পণ চক্রবর্তী
বোলপুরের বাড়িতে গ্রেফতারির দিন অনুব্রত (একদম বাঁদিকে)৷ শুক্রবার আসানসোল আদালতে পেশ করার সময়ে অনুব্রত৷ ছবি- পিটিআই ও অর্পণ চক্রবর্তী
#আসানসোল: গরু পাচার মামলায় গত ১২ অগাস্ট বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই৷ সেদিনও যখন সিবিআই তাঁকে গ্রেফতারি করে প্রবল ভিড়ের মধ্যে দিয়ে গাড়িতে তুলছে, তখনও অনুব্রত ছিলেন অনুব্রতর মতোই৷ পরনে পাঞ্জাবি, ছোট করে ছাঁটা চুল মোটের উপরই কালোই৷
কিন্তু তিন মাস ধরে সিবিআই-ইডির প্রশ্নবান সামলানোর ধাক্কা, কারাবাসে থেকে কেষ্টর সেই কালো চুল উধাও৷ কারবাসের ধাক্কায় অনুব্রত যেন বৃদ্ধ হয়েছেন৷ আজ সকালে যখন আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দেখা গেল, অনুব্রতর মাথার চুল সম্পূর্ণ সাদা৷ তিন মাসে ওজন কমলেও মাথার চুল বেড়েছে অনুব্রতর, কিন্তু তা এখন পক্ককেশ৷
advertisement
advertisement
নিন্দুকরা বলছেন, সিবিআই-ইডি-র সাঁড়াশি চাপ যেভাবে সামলাতে হচ্ছে, তাতে অনুব্রতর মাথার চুল সাদা হয়ে যাওয়াই স্বাভাবিক৷ এতদিন ছিল গরু পাচার মামলার সূত্রে বিপুল বেআইনি সম্পত্তি তৈরির অভিযোগ৷ ভোট পরবর্তী হিংসা মামলার অভিযোগেও চলছে মামলা৷ তার সঙ্গে আবার লটারি জেতা নিয়েও আদাজল খেয়ে মাঠে নেমেছে সিবিআই৷ ঘনিষ্ঠদের তো বটেই, দিল্লিতে ডেকে পাঠিয়ে জেরা করা হচ্ছে মেয়ে সুকন্যাকেও৷ তার উপর তাঁকে বাদ দিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে তাঁর একচ্ছত্র দাপটে বিরোধীরা কব্জা করে কি না, সেই দুশ্চিন্তাও রয়েছে৷ এ দিনও যখন আদালতে পেশ করা হচ্ছে, অনুব্রতর মুখ তখন থমথমে৷ এর আগে জানা গিয়েছিল, জেলে গিয়ে বেশ কয়েক কেজি ওজন কমে গিয়েছে অনুব্রতর৷
advertisement
একসময় বীরভূমের কেষ্ট ছিলেন বিরোধীদের চিন্তার কারণ৷ এখন তাঁর মাথাতেই চিন্তা আর চাপের পাহাড়৷ ফলে, চুলের আর দোষ কী!
তবে এত কিছুর মধ্যেও অনুব্রতর স্বস্তি একটাই৷ এখনও দল এবং সর্বোপরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে রয়েছেন৷ আপাতত অনুব্রতর স্বমেজাজে প্রত্যাবর্তনের আশায় তাঁর অনুগামীরা৷ কেষ্টর প্রত্যাবর্তন ঘটলে তাঁর মিশ কালো চুলও ফিরে আসে কি না, তা হয়তো সময় বলবে!
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: কেসের চাপে পক্ককেশ? তিন মাসেই 'বৃদ্ধ' হলেন কেষ্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement