'টন প্রতি ৬০০ টাকা...!' কয়লায় তোলাবাজি নিয়ে তোলপাড়! বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির সৌমিত্র খাঁ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Saumitra Khan On Coal Scam: কোল,মাইনস অ্যান্ড স্টিল স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ চিঠি লিখলেন পূর্ব ভারতের সর্ববৃহৎ কয়লা উত্তরকারী সংস্থা ECL কর্তৃপক্ষকে।
#কলকাতা : কয়লা পাচার তদন্তের মাঝেই এবার বৈধ কয়লার কারবারেও 'তোলাবাজি'র বিস্ফোরক অভিযোগ। কোল,মাইনস অ্যান্ড স্টিল স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই মর্মে চিঠি লিখলেন পূর্ব ভারতের সর্ববৃহৎ কয়লা উত্তরকারী সংস্থা ECL কর্তৃপক্ষকে। কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে অন্যায়ভাবে ৬০০ টাকা করে টন প্রতি নেওয়ার অভিযোগে সরব সৌমিত্র খান।
খনি কর্তৃপক্ষকে এই অনৈতিক কাজের ব্যাপারে প্রয়োজনীয় তদন্তের আর্জি জানানো হয়েছে চিঠিতে। স্বচ্ছতা বজায় রাখতে ইসিএলের তরফে কয়লার E- auction ব্যবস্থা চালু হয়েছে। এবার অনলাইন বৈধ কয়লার কারবারেও 'তোলাবাজি'র অভিযোগে ECL এর CMD কে চিঠি লিখে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন সৌমিত্র।
advertisement
advertisement
এ রাজ্যে কয়লা পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের গ্রেফতার এবং তল্লাশি চলছে জোরকদমে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি ইতিমধ্যেই খনি কর্তৃপক্ষের কয়েকজন আধিকারিকও বর্তমানে তদন্তকারীদের জালে। ঠিক এই সময়েই বৈধ কয়লা কারবারে এবার 'তোলাবাজি'র চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল।
নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিত্র খাঁ বললেন,'এই তোলাবাজির ঘটনায় শাসকদলের লোকেরাই যুক্ত। গা-জোয়ারি করে কয়লার টন প্রতি ৬০০ টাকা করে অন্যায় ভাবে তোলা আদায় করা হচ্ছে। আমি চাই খনি কর্তৃপক্ষ এ ব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা যেন নেয়'।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 1:04 PM IST