চোখ জ্বলছে, কুলপিতে বাথরুমের মধ্যে উঁকি দিচ্ছে ও কে? শোরগোল এলাকায়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কুলপির কেওড়াতলার বাজারবেরিয়ায় এক ব্যক্তির বাথরুমের মধ্যে দেখা গেল অদ্ভুত এক প্রাণী
#কুলপি: কুলপির কেওড়াতলার বাজারবেরিয়ায় এক ব্যক্তির বাথরুমের মধ্যে দেখা গেল এক অদ্ভুত প্রাণী। ছাইরঙের প্রাণীটির লেজ প্রায় ১ ফুট লম্বা। চোখদুটি জ্বলজ্বল করছিল সে-সময়, দেখেই ভয়ে বাথরুমের দরজা বন্ধ করে দেন বাড়ির মালিক গৌতম পণ্ডিত। খবর দেন পাড়া-প্রতিবেশীদের। উৎসাহী জনতা ভিড় জমাতে থাকেন গৌতম পণ্ডিতের বাড়ির সামনে। প্রথমে সেটি কী প্রাণী, তা বুঝে উঠতে পারেননি কেউ-ই। উৎসাহী জনতার মধ্য থেকে অনেকেই সেটিকে মাছ খাওয়ানোর চেষ্টা করে। তবে প্রাণীটি মাছ খায়নি। এরপর স্থানীয় সিভিক ভল্যান্টিয়ার কৃষ্ণ গোপাল পণ্ডিত খবর দেন থানায়, সেখান থেকে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার বনদফতরের রেঞ্জ অফিসে।
খবর পাওয়ার পর ডায়মন্ড হারবার বনদফতরের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে যানা যায় প্রাণীটি গন্ধগোকুল। এটি একটি বিরল প্রজাতির নিশাচর প্রাণী, মূলত ফল খেয়ে থাকে। তবে কখনও কখনও ডিম, মুরগির বাচ্চা, ইঁদুর ধরে খায়। বনদফতরের লোকজন নিয়ে যাওয়ার পর প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা হবে বলে যানা গিয়েছে। এরপর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আপতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
advertisement
নবাব মল্লিক
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2022 4:53 PM IST