WB Panchayat Election 2023 Violence: তৃণমূল কর্মীর পা ফুঁড়ে বেরল গুলি, রক্তে ভাসল রাস্তা! রাজ্যপাল ফিরতেই চরম উত্তপ্ত বাসন্তী

Last Updated:

WB Panchayat Election Violence : রাজ্যপাল ফিরতে না ফিরতেই কয়েক ঘণ্টার মধ্যেই ফের গুলি চলল বাসন্তীতে। বাসন্তীর হিরন্ময়পুর এলাকাতে খগেন খাটুয়া নামে এক ব্যক্তির পায়ে গুলি লাগে।

বাসন্তী থানা।
বাসন্তী থানা।
বাসন্তী: রাজ্যপাল ফিরতে না ফিরতেই কয়েক ঘণ্টার মধ্যেই ফের গুলি চলল বাসন্তীতে। বাসন্তীর হিরন্ময়পুর এলাকাতে খগেন খাটুয়া নামে এক ব্যক্তির পায়ে গুলি লাগে। ঝড়খালির উপকূলীয় থানার নফরগঞ্জ এলাকার ঘটনা। ওই ব্যক্তি সোমবার রাতে যখন মিটিং করে বাড়িতে ফিরছিল তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি লাগে পায়ের পেছনে। এরপর তাঁকে বাসন্তী হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।
প্রাথমিক চিকিৎসার পর বাসন্তী হাসপাতাল থেকে আহতকে পাঠানো হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না অন্য রাজনৈতিক দল যুক্ত তাও খতিয়ে দেখতে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ কার দোষে অকালে ঝরল ২৯৮ প্রাণ! করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জন্য দায়ী কে? অবশেষে এল চাঞ্চল্যকর রিপোর্ট
উল্লেখ্য, সোমবার সারাদিনই প্রায় রাজ্যপাল ছিলেন বাসন্তীর বিভিন্ন এলাকায়। ঘুরে দেখেছেন বাসন্তীর বিভিন্ন এলাকায়। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছেন। রাজ্যপাল বাসন্তী থেকে বেরিয়ে যেতেই তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের চলল গুলি। বলা যেতে পারে বাসন্তী আছে বাসন্তীতেই। এখানে ভোট আসলেই মারামারি, গুলি চালনা, বোমাবাজি সবই চলে চোখের সামনেই।
advertisement
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023 Violence: তৃণমূল কর্মীর পা ফুঁড়ে বেরল গুলি, রক্তে ভাসল রাস্তা! রাজ্যপাল ফিরতেই চরম উত্তপ্ত বাসন্তী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement