Bankura News: লক্ষ্য ২১শে জুলাই, সাইকেল নিয়েই বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bankura News: সাইকেল চালিয়ে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন ইন্দপুরের এক পঞ্চায়েতের উপ প্রধান।
বাঁকুড়া: সাইকেল চালিয়ে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন ইঁদপুরের এক পঞ্চায়েতের উপ প্রধান। দলের প্রতি আনুগত্য ও ভালবাসা থেকে একুশে জুলাই তৃণমূলের সমাবেশে যোগ দিতেই তার এই অভিনব উদ্যোগ। এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক তথা ইঁদপুরের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অসীম কুমার মরদানা দুপুরে সাইকেলে নিয়ে যাত্রা শুরু করেন।
তার এই সাইকেল যাত্রার জন্য ইঁদপুর ব্লক তৃণমূল অফিস থেকে রওনা দেওয়ার আগে তৃণমূলের তরফে তাকে সংবর্ধনা জানান হয়। সংবর্ধনা অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায়, ইঁদপুর ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খান-সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলেই উৎসাহিত করেন অসীমবাবুকে।
advertisement
advertisement
অসীম বাবু জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ওপর উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণের প্রতিবাদে তার এই সাইকেল যাত্রা। রাস্তায় যাওয়ার পথে তিনি যেখানেই দাঁড়াবেন সেই এলাকায় যেভাবে বাংলা কথা বললে ও উপযুক্ত নথি থাকা সত্ত্বেও বিভিন্ন রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছেন তার কথা প্রচার করবেন বলে তিনি জানান।
advertisement
বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায় জানান, একুশে জুলাই এর স্মরণে প্রচার-সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে অসীম বাবুর এই সাইকেল যাত্রা বলে তিনি জানান।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 19, 2025 6:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: লক্ষ্য ২১শে জুলাই, সাইকেল নিয়েই বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু








