Jhargram Zoo: পর্যটকদের জন্য সুখবর! শাল-পিয়ালের জঙ্গলে দেখা মিলবে জোড়া রয়‍্যাল বেঙ্গলের, শীতের আগেই জুলজিক্যাল পার্কের ভোলবদল

Last Updated:

Jhargram Zoo: পর্যটক ও পশুপ্রেমীদের জন্য সুখবর। এ বছরের শেষের দিকে কিংবা সামনের বছরের গোড়ার দিকেই ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে আসছে জোড়া রয়‍্যাল বেঙ্গল টাইগার। তাদের রাখার জন্য কাজ শুরু করে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। চিড়িয়াখানার সৌন্দর্যায়নের কাজও চলছে।

+
জঙ্গলমহল

জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার

ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: শীত এলেই পর্যটকের ঢল নামে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। পর্যটক ও পশুপ্রেমীদের জন্য সুখবর। এ বছরের শেষের দিকে বা সামনের বছরের গোড়ার দিকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে আসছে জোড়া রয়‍্যাল বেঙ্গল টাইগার। তাদের রাখার জন্য কাজও শুরু করে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। বাংলার বাঘদের রাখার জায়গাটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে যাতে দর্শনার্থীরা খুব কাছ থেকেই চাক্ষুষ করতে পারে তাদের। সেইমতো গোটা পার্কটির নতুন ভাবে সৌন্দর্যায়ন করা হচ্ছে। বিশেষ ধরনের এনক্লোজারও তৈরি করা হয়েছে। অন্যান্য চিড়িয়াখানার থেকে এটি আলাদা কারণ কৃত্রিম ভাবে তৈরি করা হয়নি। পশ্চিমবঙ্গের বৈচিত্র্যময় ল্যাটেরাইটিক ইকো-সিস্টেমের এক চমকপ্রদ শো-কেস প্রাকৃতিক জঙ্গলের মাঝে গড়ে ওঠা এই চিড়িয়াখানা।
সময়ের সঙ্গে সঙ্গে পার্কটিরও আধুনিকিকরণ করা হচ্ছে। ছোট ছোট শিশুদের কাছে আরও আকর্ষণীয় হতে চলেছে। শিশুদের মনোরঞ্জনের জন্য একাধিক ভূমিকা নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে অনলাইন টিকিটও চালু করা হয়েছে। এবার আসছে একটি পুরুষ ও একটি স্ত্রী রয়‍্যাল বেঙ্গল টাইগার। গত বছর ব্রাজিল ও আফ্রিকা থেকে আনা টিয়া দেখতে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। উত্তরবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য থেকে আনা চিতাবাঘ পলাশ ও বাঁকুড়া থেকে উদ্ধার করা ভাল্লুক বল্লু পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।
advertisement
আরও পড়ুনঃ সফল অপারেশন রাইনো! দুর্যোগের পর ১০ গন্ডারকে ঘরে ফিরিয়ে উল্লাস জলদাপাড়ায়, রাতে বনকর্মীদের খানাপিনা
ডিএফও উমর ইমাম বলেন, ‘শীতের আগে চিড়িয়াখানা নতুন ভাবে সাজানো হচ্ছে। আবাসিক প্রাণীদের খাঁচাগুলির মান বাড়ানো ও মনোরঞ্জনের উপর জোর দিয়েছি। পশু-পাখিদের মানসিক, শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে নানা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে’। তিনি জানান, এ বার থেকে প্রতি শনি ও রবিবার চিতাবাঘ হর্ষিণী ও তার শাবককে এবং বাঘরোল ও তার শাবককে নির্দিষ্ট ঘেরাটোপে ছাড়া হবে।
advertisement
advertisement
জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক
জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক
বর্তমানে পার্কে রয়েছে কয়েকশো চিতল হরিণ, পাঁচটি সম্বর হরিণ, ২২টি স্বর্ণমৃগ, রকমারি পাখি, নীলগাই, অজস্র তারা কচ্ছপ, গোসাপ, এমু পাখি, সজারু, নীলগাই, ভাল্লুক, হায়না, নেকড়ে, বিভিন্ন প্রজাতির সাপ, গন্ধগোকুল, বাঁদর, হনুমান, মদনটাক পাখি, বন-মুরগি, ময়ূর, কালিজ ও গোল্ডেন ফিজেন্ট, শাবক-সহ পাঁচটি চিতাবাঘ।
advertisement
আরও পড়ুনঃ রাত হলেই নিশি কুটুম্বের হানায় ফুলস্টপ! এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবে সাধারণ মানুষ, এলাকা পাহারা দেবে আরজি পার্টি
সম্প্রতি কলকাতা থেকে দু’জোড়া পেন্টেট স্টর্ক (বক জাতীয় পাখি), এক জোড়া কাকাতুয়া, এক জোড়া ম্যাকাও, দুটি ইন্ডিয়ান শজারু আনা হয়েছে। চিড়িয়াখানার এই সব আবাসিকদের মনোরঞ্জনের ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে এখন নানা পরিকাঠামো তৈরি ও উন্নয়নের কাজ হচ্ছে। চিতাবাঘের জন্য দোলনা, পাখিদের বাসা তৈরি করা হয়েছে। কুমিরের ঘেরাটোপ (এনক্লোজার) এবং রয়‍্যাল বেঙ্গল টাইগারের জন্য নাইট শেল্টার তৈরি হয়ে গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে ধবনী বিটে সাড়ে ২২ হেক্টর জায়গা জুড়ে থাকা ওই চিড়িয়াখানা ‘ডিয়ার পার্ক’ নামেই বেশি পরিচিত। এর আয়তন আলিপুর চিড়িয়াখানার থেকেও বড়। জানা গিয়েছে, এ বার পুজোর সময়ে এখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দু’লক্ষ টাকার বেশি টিকিট বিক্রি হয়েছিল। তার মধ্যে শুধুমাত্র সপ্তমীতেই ৫৫ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল এখানে। সামনেই শীতের মরসুমে ভিড় আরও বাড়বে বলেই আশা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Zoo: পর্যটকদের জন্য সুখবর! শাল-পিয়ালের জঙ্গলে দেখা মিলবে জোড়া রয়‍্যাল বেঙ্গলের, শীতের আগেই জুলজিক্যাল পার্কের ভোলবদল
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement