Purulia News: চিরবিদায় নিলেন পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার পার্বতী , শোকস্তব্ধ জঙ্গলমহল!

Last Updated:

চিরদিন স্মৃতিতেই থাকবে শিব-পার্বতীর যুগলবন্দী , পুরুলিয়ার শিল্পী জগতে শোকের ছায়া !

প্রয়াত ছৌ শিল্পী অনিল সূত্রধর
প্রয়াত ছৌ শিল্পী অনিল সূত্রধর
পুরুলিয়া: চিরতরে বিদায় নিলেন গম্ভীর সিং মুড়ার পার্বতী। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। শিব সাজতেন পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া আর তাঁর পার্বতী হতেন ছৌ শিল্পী অনিল সূত্রধর। পুরুলিয়ার এই শিব-দুর্গার যুগলবন্দী মাতিয়েছে দেশের বিভিন্ন মঞ্চ। দিল্লি ,লন্ডন, প্যারিস , ওয়াশিংটন সহ নানান জায়গায় তারা শিব-দুর্গার বেশে ছৌ নৃত্য পরিবেশন করেছেন। গম্ভীর সিং মুড়ার একেবারে ছায়া সঙ্গী ছিলেন শিল্পী অনিল সূত্রধর। তাদের ছৌ নৃত্য দেশে বিদেশে বিরাট সুনাম কুড়িয়েছে।
বিখ্যাত ছৌ নৃত্য ও মুখোশ শিল্পী অনিল সূত্রধরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা জঙ্গলমহল। মৃত্যুকালীন সময়ে শতাধিক বয়স হয়েছিল তার। বার্ধক্যজনিত কারণে শনিবার প্রয়াত হন তিনি। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মুখোশ গ্রাম চড়িদায়শিল্পীর জন্ম। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকোস্তব্ধ পরিবার, শোকেস্তব্ধ শিল্পী মহল।
আরও পড়ুন- মেয়েটির প্রেমে পড়েছিল সাপ? ৫ বছরে ১১ বার কামড়! শেষে যা জানা গেল…শিউরে উঠবেন
এ বিষয়ে অনিল সূত্রধরের পুত্র জয়ন্ত সূত্রধর বলেন, তাঁর বাবা ছৌ নৃত্য শিল্পী হিসেবে ১৯৭২ সালে পাড়ি দিয়েছিলেন লন্ডন, ফ্রান্স। ১৯৭৫ সালে পাড়ি দিয়েছিলেন আমেরিকার ওয়াশিংটন, হিলো, হনলুলু হাওয়াইদ্বীপ, নিওর। ১৯৮৬-তে প্যারিস। ১৯৯১ তে জাপান, টোকিও ও ওসাকা পাড়ি দিয়েছিলেন। ১৯৬০, ১৯৬১, ১৯৭২ ও ১৯৮১ সালে ছৌ মুখোশ শিল্পী হিসেবে রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এছাড়াও তিনি পুরুলিয়া তথ্য ও সংস্কৃতি দফতর থেকে মানভূম অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হন। তাঁর কর্মজীবনে বিভিন্ন পুরস্কারে পেয়েছেন তিনি। গম্ভীর সিং মুড়ার সঙ্গে সমস্ত জায়গাতেই যেতেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন- প্লেনের টয়লেটে একসঙ্গে ঢুকে ‘কুকীর্তি’! সিটেই আলাপ, এয়ারহোস্টেস ফাঁস করলেন ফ্লাইট-রহস্য!
পুরুলিয়া লোকসংস্কৃতির আঙিনা সমৃদ্ধ করে ছৌ নৃত্য। এই ছৌ নৃত্যের কারণে পুরুলিয়ার নাম দেশে-বিদেশে এতখানি বিখ্যাত। প্রয়াত পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া পুরুলিয়ার নাম সর্বত্র ছড়িয়েছিলেন নিজের ছৌ নৃত্য ও ছৌ মুখোশ দিয়ে। তারই সঙ্গী ছিলেন ছৌ নৃত্য শিল্পী অনিল সূত্রধর। পুরুলিয়ায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: চিরবিদায় নিলেন পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার পার্বতী , শোকস্তব্ধ জঙ্গলমহল!
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement