Khardah Electrocution Incident: মাকে খুঁজছে ছোট্ট নীল! কেন ঘর ছাড়ল না দাস পরিবার, আক্ষেপ প্রতিবেশীদের

Last Updated:

এ দিনও পাতুলিয়ার ওই সরকারি আবাসন চত্বরে প্রায় এক হাঁটু জল ছিল৷ রাজা দাস তাঁর পরিবারকে নিয়ে যে ঘরে থাকতেন, তার ভিতরেও একই অবস্থা (Khardah Electrocution Incident)৷

আজও জলমগ্ন খড়দহের পাতুলিয়া আবাসন৷ বছোট্ট নীলের ভরসা এখন তার আত্মীয়রা৷
আজও জলমগ্ন খড়দহের পাতুলিয়া আবাসন৷ বছোট্ট নীলের ভরসা এখন তার আত্মীয়রা৷
#খড়দহ: টানা বৃষ্টিতে একতলার ফ্ল্যাটের প্রায় জানলা পর্যন্ত জল উঠে গিয়েছিল৷ ফলে খড়দহের (Khardah) পাতুলিয়ার গভর্মেন্ট কোয়ার্টারের বসবাসকারী প্রায় সাড়ে সাতশো পরিবারের অধিকাংশই ঘর ছেড়ে নিরাপদ জায়গায় চলে গিয়েছিলেন৷ কিন্তু যাঁরা ঘরে থেকে গিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন হতভাগ্য রাজা দাস এবং তাঁর পরিবার৷
মঙ্গলবার জল ভর্তি (Water Logging)ঘরের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু হয় রাজা দাস, তাঁর স্ত্রী পৌলমী এবং এগারো বছরের ছেলে শুভর (Khardah Electrocution Incident)৷ বাবা, মা, দাদার এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকে চার বছরের ছোট্ট শুভ৷ মুহূর্তের বিপর্যয়ে অনাথ হয়ে যাওয়া ছোট্ট শিশুটি এখন খালি তার মাকে খুঁজছে৷
advertisement
advertisement
এ দিনও পাতুলিয়ার ওই সরকারি আবাসন চত্বরে প্রায় এক হাঁটু জল ছিল৷ রাজা দাস তাঁর পরিবারকে নিয়ে যে ঘরে থাকতেন, তার ভিতরেও একই অবস্থা৷ স্থানীয়রা জানাচ্ছেন, সুইচ বোর্ড থেকে ফ্রিজের প্লাগ খুলে টেবল ফ্যানের প্লাগ গুঁজতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজা দাস৷ স্বামী বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর স্ত্রী পৌলমী৷ বাবা-মাকে সাহায্য করতে গিয়ে একই পরিণতি হয় বড় ছেলে শুভর৷ খাটের উপরে থাকায় বরাত জোরে রক্ষা পায় চার বছরের নীল৷ তার কান্নাতেই প্রতিবেশী দু' একজন ছুটে এসে রাজা দাস এবং তাঁর স্ত্রী, পুত্রকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন৷ উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
বাবা, মা, দাদার যে কোনও বিপদ হয়েছে, তা বুঝেই হয়তো ছোট্ট নীল মঙ্গলবারের পর থেকে চুপচাপ হয়ে গিয়েছে৷ শুধু মাঝে মধ্যে অস্ফুটে বলছে, 'মায়ের কাছে যাবো'৷ দুর্ঘটনার পর নীলের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়৷ খবর পেয়ে এসে পৌঁছন রাজা দাসের ভাই, দিদিরা৷ তাঁরাই সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত ঠাকুমার কাছেই থাকবে নীল৷ কারণ রাজা দাসের মা সরকারি পেনশন পান৷ ফলে তিনি নাতিকে বড় করতে পারবেন৷ যদিও, তাঁরাও ভাইপোর খেয়াল রাখবেন বলে আশ্বস্ত করেছেন নীলের কাকা, পিসিরা৷
advertisement
Arun Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khardah Electrocution Incident: মাকে খুঁজছে ছোট্ট নীল! কেন ঘর ছাড়ল না দাস পরিবার, আক্ষেপ প্রতিবেশীদের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement