Three members of same family electrocuted in Khardah: চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট বাবা-মা-দাদা, খড়দহে সাক্ষী থাকল চার বছরের ছেলে

Last Updated:

এ দিন দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার পাতুলিয়ার গভর্মেন্ট কোয়ার্টারে৷ প্রবল বৃষ্টির জেরে ওই দম্পতির ঘরের ভিতরে জল জমেছিল (Three members of same family electrocuted in Khardah)৷

#খড়দহ: ঘরের মধ্যেই জমা জলে (Water Logging) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের ((Three members of same family electrocuted in Khardah))৷ মৃতদের মধ্যে এক দম্পতি সহ তাঁদের এগারো বছরের সন্তানের৷ আর এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকল পরিবারের সবথেকে ছোট সদস্য চার বছরের পুত্রসন্তান৷
এ দিন দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার খড়দহের পাতুলিয়ার গভর্মেন্ট কোয়ার্টারে৷ প্রবল বৃষ্টির (Rainfall in West Bengal) জেরে ওই দম্পতির ঘরের ভিতরে জল জমেছিল৷ ঘরের মধ্যে জল জমে থাকা ফ্রিজের বিদ্যুৎ সংযোদ বিচ্ছিন্ন করতে যান গৃহকর্তা রাজা দাস (৩৯)৷ তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি৷ স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে বাঁচাতে যান স্ত্রী পৌলমী দাস (৩৫)৷ বাবা- মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে এবারে এগিয়ে যায় তাঁদের বড় ছেলে এগারোর বছরের শুভ দাস৷ বাবা- মায়ের মতো একই পরিণতি হয় ওই বালকেরও৷
advertisement
advertisement
চোখের সামনে বাবা মা এবং দাদাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে ওই দম্পতির চার বছরের ছোট ছেলে৷ সে তখন খাটের উপরে বসেছিল৷ ওই শিশুটির কান্নাকাটির শব্দেই প্রতিবেশীরা এসে রাজা, পৌলমী এবং তাঁদের বড় ছেলে শুভকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন৷ প্রতিবেশীরাই ততক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে৷
advertisement
মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ বাবা, মা, দাদা যে আর কোনওদিন ফিরবে না, তা বুঝতে না পারলেও গোটা ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছে ছোট্ট শিশুটি৷ অনাথ শিশুটির ভবিষ্যৎ নিয়েই এখন উৎকণ্ঠায় তার আত্মীয় এবং প্রতিবেশীরা৷
উত্তর চব্বিশ পরগণার টিটাগড়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোদ্দ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে৷ দিদিকে পড়াতে দিয়ে ফেরার পথে রাস্তায় জমা জলের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর৷ জলের মধ্যে যে বিদ্যুতের তার পড়ে রয়েছে, তা বুঝতেপারেনি সে৷ তার ছিঁড়ে পড়লেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেন বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হল না, সেই প্রশ্ন উঠছে৷
advertisement
Arun Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Three members of same family electrocuted in Khardah: চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট বাবা-মা-দাদা, খড়দহে সাক্ষী থাকল চার বছরের ছেলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement