Bankura News: গোটা ভারতবর্ষ জড়ো বাঁকুড়ায়! জৈব বীজ উৎসব দেখলে অবাক হবেন
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
প্রদীপ জ্বালিয়ে নয়, দেশীয় বীজকে সম্মান জানিয়ে বীজ অর্পণ করে শুরু হল মেলার। এই মেলায় আটটা রাজ্য থেকে কৃষকরা এসেছেন বীজ নিয়ে।
বাঁকুড়া: জৈব কৃষি এবং বীজ উৎসব বাঁকুড়ায়। কারণ কি? প্রতিদিন আমাদের শরীরে ঢুকছে বিষ, সেই বিষ পান করে রোগগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। শুনে ভয় লাগলেও কথাটা সত্যি “ইনঅরগানিক” খাবার অর্থাৎ অজৈব খাবারে রয়েছে বিষ। সেই কারণে জৈব খাবারকে মানুষের সামনে তুলে ধরতে, কৃষকের সঙ্গে সাধারণ মানুষের একটি সম্পর্ক তৈরি করতে বাঁকুড়ায় বীজ উৎসব, জৈব কৃষি মেলার উদ্বোধন হল বৃহস্পতিবার সকালে। প্রদীপ জ্বালিয়ে নয়, দেশীয় বীজকে সম্মান জানিয়ে বীজ অর্পণ করে শুরু হল মেলার।
বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহিতে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি চলবে এই মেলা। মেলার উদ্যোক্তা ভৈরব সায়নি জানান যে এই মেলায় আটটা রাজ্য থেকে কৃষকরা এসেছেন বীজ নিয়ে।মূলত ঝাড়খন্ড,ওড়িশা,বিহার, মধ্যপ্রদেশ,আসাম, মহারাষ্ট্র এবং হরিয়ানা থেকে এসেছে বীজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকেও এসেছেন কৃষকরা যেমন কালিম্পং এবং শিলিগুড়ি থেকেও এসেছেন তারা।
advertisement
আরও পড়ুন : বাঁকুড়ায় তৈরি হচ্ছে হইটেক আলু বীজ, নেই ভাইরাস
advertisement
মেলার উদ্যোক্তা ভৈরব সাইনি বলেন, ভারতবর্ষকে ঘোষণা করা হয়েছে ডায়াবেটিস এবং ক্যান্সারের রাজধানী বলে! যার মুখ্য কারণ হল ভারতীয়দের নিজেদের সংস্কৃতির বিপরীত গিয়ে অজৈব এবং প্রকৃতি বিমুখ খাদ্যাভাস তৈরি করা। সেই কারণেই হাসপাতালের বিছানায় দারিদ্রতার শিকার হচ্ছেন অধিকাংশ ভারতীয়। জৈব খাদ্যাভাস তৈরি করতে বাঁকুড়ায় বহুদিন ধরে চলছে লড়াই, সেই লড়াইয়ের আরেকটি জ্বলন্ত উদাহরণ হল এই জৈব কৃষি মেলা ২০২৫।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
প্রত্যেকটি স্টল ১০০% জৈব বীজ এবং জৈব পণ্য বিক্রি এবং প্রদর্শন করছেন। রয়েছে ধানের বিভিন্ন বীজ থেকে শুরু করে, সবজির বীজ এবং জৈব পণ্য যেমন মধু, গুড়, পিঠা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং ভারত বর্ষ মিলিয়ে প্রায় ২০০ জন কৃষক অংশগ্রহণ করেছেন এই মেলায়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2025 3:04 PM IST









