Srishtishree Mela 2025: এক ছাদের তলাতেই কত কিছু! আলিপুরদুয়ারে অভিনব মেলার আয়োজন, কেনাকাটা করতে খদ্দেরদের ভিড়
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Srishtishree Mela 2025: জেলাশাসক আর বিমলা জানান, "সৃষ্টিশ্রী মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উত্তরণের পথ দেখাই আমরা। বাঁশ ও কাঠের কাজ জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে এই মেলা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে তা বলাবাহুল্য। "
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ আলিপুরদুয়ার শহরে বসেছে সৃষ্টিশ্রী মেলা। এখানে অন্যান্য স্টলের থেকে বাঁশ ও কাঠের স্টলে বেশি ভিড় দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্যারেড গ্রাউন্ডে এই মেলা আয়োজিত হয়েছে। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি, বারবিশা এলাকা থেকে কাঠ ও বাঁশের শিল্পীরা এসেছেন।
আলিপুরদুয়ার শহরে রয়েছে সৃষ্টিশ্রী কেন্দ্র। যেখানে জেলার বিভিন্ন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের হাতের কাজ রেখে দিয়েছেন। তবে সৃষ্টিশ্রী মেলার প্রতি বরাবরের জেলার মানুষের আগ্রহ দেখা যায়। জেলায় কাঠ ও বাঁশের কাজ হয় ঠিকই, কিন্তু শিল্পীরা কোথায় থাকেন সেটা জেনে উঠতে পারেন না জেলাবাসীরা। এই মেলায় এলে শিল্পীদের হাতের কাজ দেখার পাশাপাশি তাঁদের সঙ্গে কথাও হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ দিনে-রাতে যখন তখন জুয়ার আসর! বিশেষ সূত্রে খবর পেতেই হানা দিল পুলিশ, ঠেক থেকে গ্রেফতার ৩ জুয়াড়ি
আলিপুরদুয়ার জেলা বাঁশ ও কাঠের শিল্পের জন্য পরিচিত। বিশেষ করে কুমারগ্রাম ব্লকের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এর প্রচলন বেশি। বাঁশগ্রামের মতো গ্রামগুলিতে বাঁশের হস্তশিল্প তৈরি হয় এবং স্থানীয় শিল্পীরা কাঠ ও বাঁশ দিয়ে চোখধাঁধানো কাজ করেন, যা জেলা শিল্প দফতর বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। জেলা প্রশাসনের উদ্যোগে ওই এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বাঁশ ও কাঠের কাজ সকলের সামনে তুলে ধরা হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মেলায় গিয়ে দেখা যাচ্ছে শিল্পীরা বাঁশের টুকরি, বাঁশ ও কাঠের মডেল রেখেছেন। এছাড়াও বাঁশের ব্যাগ সহ বিভিন্ন হাতে তৈরি কাজও রয়েছে। এগুলি সুলভ মূল্যে বিক্রি হচ্ছে বলে জানা যায়। আলিপুরদুয়ার জেলার জেলাশাসক আর বিমলা জানান, “সৃষ্টিশ্রী মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উত্তরণের পথ দেখাই আমরা। বাঁশ ও কাঠের কাজ জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে এই মেলা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে তা বলাবাহুল্য। “
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
December 15, 2025 3:44 PM IST









