Bankura News: দিনে-রাতে যখন তখন জুয়ার আসর! বিশেষ সূত্রে খবর পেতেই হানা দিল পুলিশ, ঠেক থেকে গ্রেফতার ৩ জুয়াড়ি

Last Updated:

Bankura News: দীর্ঘদিন ধরেই দিনে-রাতে প্রকাশ্যে জুয়ার আসর বসার খবর আসছিল। স্থানীয়রা বারবার এই নিয়ে ক্ষোভও প্রকাশ করছিলেন। অবশেষে বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হানা দেয় পুলিশ।

বড়জোড়া থানা
বড়জোড়া থানা
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ বিশেষ সূত্রে খবর পেয়ে জুয়ার ঠেকে হানা। হাতেনাতে গ্রেফতার হলেন ৩ জন জুয়াড়ি। সেই সঙ্গেই বাজেয়াপ্ত করা হয়েছে মোটা অঙ্কের বোর্ড মানি। রবিবার রাতে বাঁকুড়ার বড়জোড়া থানার মালিয়াড়া মেটালি রাস্তায় কুড়া পুকুরের কাছে ঘটনাটি ঘটেছে।
দীর্ঘদিন ধরেই দিনে-রাতে প্রকাশ্যে জুয়ার আসর বসার খবর আসছিল। স্থানীয়রা বারবার এই নিয়ে ক্ষোভও প্রকাশ করছিলেন। অবশেষে বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হানা দেয় পুলিশ। জুয়ার ঠেক থেকে হাতেনাতে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রিং বক্সিংয়ের আসর! ১২০ জন প্রতিযোগীর হাড্ডাহাড্ডি লড়াই, তিন দিনের জমাটি চ্যাম্পিয়নশিপ দেখতে থিকথিকে ভিড়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে বড়জোড়া থানার পুলিশের কাছে খবর আসছিল একদল জুয়াড়ি দিনে ও রাতে মালিয়াড়া মেটালি রাস্তার পাশে কুড়া পুকুরের কাছে জুয়ার ঠেক চালাচ্ছে। গতকাল গভীর রাতে বড়জোড়া থানার পুলিশ জুয়ার ঠেকে হানা দিয়ে হাতেনাতে ৩ জনকে ধরে ফেলে। ধৃতদের নাম সন্টু বাউরী, লাটু বাউরী ও বিজয় বাউরী। ধৃত ৩ জনেরই বাড়ি বড়জোড়া থানার মালিয়াড়া ফৌজদার পাড়া এলাকায়।
advertisement
advertisement
জুয়ার ঠেক থেকে মোটা অঙ্কের বোর্ড মানিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১২ (২) নম্বর ধারায় মামলা রুজু করে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। এই জুয়ার ঠেকের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: দিনে-রাতে যখন তখন জুয়ার আসর! বিশেষ সূত্রে খবর পেতেই হানা দিল পুলিশ, ঠেক থেকে গ্রেফতার ৩ জুয়াড়ি