Ring Boxing: ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রিং বক্সিংয়ের আসর! ১১টি রাজ্যের ১২০ জন প্রতিযোগীর হাড্ডাহাড্ডি লড়াই, তিন দিনের জমাটি চ্যাম্পিয়নশিপ দেখতে থিকথিকে ভিড়
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Ring Boxing Championship: জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ সহ দেশের মোট ১১টি রাজ্য থেকে অংশ নিয়েছেন ১২০ জন প্রতিযোগী। খেলোয়াড়দের লড়াই উপভোগ করতে দূরদূরান্ত থেকে ক্রীড়াপ্রেমীরা আসছেন।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ধরা পড়ল অন্য ছবি। ঠাকুরবাড়ির আঙিনা জুড়ে এখন ন্যাশনাল রিং ফাইট চ্যাম্পিয়নশিপ চলছে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সারা ভারত মতুয়া মহাসঙ্গের উদ্যোগে শুরু হয় এই নবম ন্যাশনাল রিং ফাইট চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ সহ দেশের মোট ১১টি রাজ্য থেকে অংশ নিয়েছেন ১২০ জন প্রতিযোগী। এর মধ্যে পুরুষ প্রতিযোগী রয়েছেন ১০০ জন এবং মহিলা প্রতিযোগীর সংখ্যা ২০ জন বলেই জানা গিয়েছে।
ঠাকুরবাড়ি ও পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজে প্রতিযোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঠাকুরনগর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই প্রতিযোগিতার মঞ্চের চারদিকে দর্শকদের ভিড় জমছে। খেলোয়াড়দের লড়াই উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসছেন ক্রীড়াপ্রেমীরাও।
আরও পড়ুনঃ কৃষকদের জন্য সুখবর! খানাকুলে বোরো চাষ নিয়ে আর ভোগান্তি নয়, বড় পদক্ষেপ প্রশাসনের
আয়োজকদের আশা, এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে রিং ফাইট খেলাকে আরও জনপ্রিয় করে তোলা সম্ভব হবে এবং জাতীয় ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা উঠে আসবে। ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মমতা বালা ঠাকুর জানান, মতুয়া ধর্মে শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও শরীরচর্চায় এগিয়ে যাওয়ার পথ দেখাতেই এই উদ্যোগ। তিনি নিজেও এক সময় স্টেট লেভেলে খেলতেন বলে জানান। তবে তারপর আর খেলাধূলা নিয়ে এগোতে পারেননি। আক্ষেপের সুরেই তাই বলেন, মতুয়া সম্প্রদায়ের সন্তানরা যাতে খেলাধূলায়ও এগিয়ে যেতে পারে, সেই উৎসাহ দিতেই এই ভাবনা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিধায়ক মধুপর্ণা ঠাকুর জানান, মোবাইলে আসক্তি কাটিয়ে খেলাধূলা-শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেদের মান উন্নয়ন ঘটানোর লক্ষ্যে ঠাকুরবাড়ির এই আয়োজন। প্রতিযোগীরাও অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা তুলে ধরতে পেরে খুশি। সব মিলিয়ে, রিং বক্সিংয়ের ময়দানে ঠাকুরনগর এদিন যেন দেখল একে অপরকে টেক্কা দেওয়ার এক অন্য ছবি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 15, 2025 2:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ring Boxing: ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রিং বক্সিংয়ের আসর! ১১টি রাজ্যের ১২০ জন প্রতিযোগীর হাড্ডাহাড্ডি লড়াই, তিন দিনের জমাটি চ্যাম্পিয়নশিপ দেখতে থিকথিকে ভিড়









