Agriculture News: কৃষকদের জন্য সুখবর! খানাকুলে বোরো চাষ নিয়ে আর ভোগান্তি নয়, বড় পদক্ষেপ প্রশাসনের

Last Updated:
Hooghly Agriculture News: রবিশস্য ভাণ্ডার হিসাবে পরিচিত হুগলি জেলার খানাকুল, আরামবাগ-সহ বিভিন্ন এলাকা। তবে প্রবল বর্ষণ হলেই বন্যা-সহ বিভিন্ন সমস্যায় পড়তে হয় কৃষকদের। তাই এবার শীতের মরশুমে বিশেষ উদ্যোগ গ্রহণ প্রশাসনের।
1/7
রবিশস্য ভাণ্ডার হিসাবে পরিচিত হুগলি জেলার খানাকুল, আরামবাগ-সহ বিভিন্ন এলাকা। তবে প্রবল বর্ষণ হলেই বন্যা-সহ বিভিন্ন সমস্যায় পড়তে হয় কৃষকদের। তাই এবার শীতের মরশুমে বিশেষ উদ্যোগ গ্রহণ প্রশাসনের।
রবিশস্য ভাণ্ডার হিসাবে পরিচিত হুগলি জেলার খানাকুল, আরামবাগ-সহ বিভিন্ন এলাকা। তবে প্রবল বর্ষণ হলেই বন্যা-সহ বিভিন্ন সমস্যায় পড়তে হয় কৃষকদের। তাই এবার শীতের মরশুমে বিশেষ উদ্যোগ গ্রহণ প্রশাসনের।
advertisement
2/7
এবছর বোরো চাষ ও রবিশস্য চাষে মন দিয়েছেন খানাকুলের চাষিরা। কারণ, বর্ষায় এখানে সেই ভাবে চাষাবাদ হয় নি। দীর্ঘ দিনই জলে ডুবে থাকে খানাকুলের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা। বন্যাপ্রবণ খানাকুলের চাষিদের একমাত্র ভরসা তাই বোরো চাষ ও রবি ফসলই।
এবছর বোরো চাষ ও রবিশস্য চাষে মন দিয়েছেন খানাকুলের চাষিরা। কারণ, বর্ষায় এখানে সেই ভাবে চাষাবাদ হয় নি। দীর্ঘ দিনই জলে ডুবে থাকে খানাকুলের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা। বন্যাপ্রবণ খানাকুলের চাষিদের একমাত্র ভরসা তাই বোরো চাষ ও রবি ফসলই।
advertisement
3/7
এই জন্য শীতের মরশুমে দ্রুত বোরো বাঁধ তৈরি করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। খানাকুল এক নম্বর ও দুই নম্বর ব্লক প্রশাসন ইতিমধ্যে বোরো বাঁধ তৈরি করতে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি, টেন্ডার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যাতে দ্রুত বোরো বাঁধ তৈরি করে কৃষকদের বোরো ধান চাষে সুবিধে হয়।
এই জন্য শীতের মরশুমে দ্রুত বোরো বাঁধ তৈরি করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। খানাকুল এক নম্বর ও দুই নম্বর ব্লক প্রশাসন ইতিমধ্যে বোরো বাঁধ তৈরি করতে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি, টেন্ডার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যাতে দ্রুত বোরো বাঁধ তৈরি করে কৃষকদের বোরো ধান চাষে সুবিধে হয়।
advertisement
4/7
জলসেচে যাতে ঘাটতি না পড়ে, সেই জন্য এই বছর ডিসেম্বর মাসের প্রথম থেকেই বোরো বাঁধ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, খানাকুলের বিভিন্ন এলাকায় জোরকদমে চলছে বড় বড় বোরো বাঁধ তৈরির কাজ। দ্রুত সেই কাজ শেষ করার জন্য তৎপর প্রশাসন।
জলসেচে যাতে ঘাটতি না পড়ে, সেই জন্য এই বছর ডিসেম্বর মাসের প্রথম থেকেই বোরো বাঁধ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, খানাকুলের বিভিন্ন এলাকায় জোরকদমে চলছে বড় বড় বোরো বাঁধ তৈরির কাজ। দ্রুত সেই কাজ শেষ করার জন্য তৎপর প্রশাসন।
advertisement
5/7
খানাকুল বিধানসভা জুড়ে মোট ১০ থেকে ১২টি বোরো বাঁধ তৈরি হয়। এর মধ্যে খানাকুল দুই নম্বর ব্লকের চিংড়া এলাকার বোরো বাঁধটি হুগলি জেলা পরিষদ করে। এটি বেশ বড় এলাকা। তাই এর কাজ আগেই করতে হয়।
খানাকুল বিধানসভা জুড়ে মোট ১০ থেকে ১২টি বোরো বাঁধ তৈরি হয়। এর মধ্যে খানাকুল দুই নম্বর ব্লকের চিংড়া এলাকার বোরো বাঁধটি হুগলি জেলা পরিষদ করে। এটি বেশ বড় এলাকা। তাই এর কাজ আগেই করতে হয়।
advertisement
6/7
খানাকুল এক নম্বর ব্লকের নিয়ন্ত্রণে বেনেজোলা, বন্দিপুর, রঘুনাথপুর, গুজরোট, চকভেদুয়া, গনচক, কালুয়া বোরো বাঁধগুলি খানাকুল এক নম্বর ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতি তৈরি করবে।
খানাকুল এক নম্বর ব্লকের নিয়ন্ত্রণে বেনেজোলা, বন্দিপুর, রঘুনাথপুর, গুজরোট, চকভেদুয়া, গনচক, কালুয়া বোরো বাঁধগুলি খানাকুল এক নম্বর ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতি তৈরি করবে।
advertisement
7/7
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিন্টু পাল বলেন, 'এর আগের বছর বোরো বাঁধ তৈরি করতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। তাই, এ বছর ডিসেম্বরের প্রথম থেকেই বোরো বাঁধ তৈরি নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।'
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিন্টু পাল বলেন, 'এর আগের বছর বোরো বাঁধ তৈরি করতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। তাই, এ বছর ডিসেম্বরের প্রথম থেকেই বোরো বাঁধ তৈরি নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।'
advertisement
advertisement
advertisement