Nabadwip Kheer Doi: নবদ্বীপে বেড়াতে আসছেন? কীভাবে চিনবেন আসল ক্ষীর দই! ছোট্ট ট্রিক জানলে জীবনে ঠকবেন না
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Nabadwip Kheer Doi: নবদ্বীপে বেড়াতে এলে প্রায় সমস্ত পর্যটকেরাই অন্তত একবার দই কিনে খান কিংবা বাড়ির জন্য নিয়ে যান। দিনের পর দিন নবদ্বীপের ক্ষীর দইয়ের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে রাজ্য তথা দেশ ছেড়ে বিদেশের মাটিতেও এই দইয়ের খবর পৌঁছে যাচ্ছে।
নবদ্বীপে বেড়াতে এলে প্রায় সমস্ত পর্যটকেরাই অন্তত একবার দই কিনে খান কিংবা বাড়ির জন্য নিয়ে যান। দিনের পর দিন নবদ্বীপের ক্ষীর দইয়ের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে রাজ্য তথা দেশ ছেড়ে বিদেশের মাটিতেও এই দইয়ের খবর পৌঁছে যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা শহরতলিতে এবং বিভিন্ন জায়গায় নবদ্বীপের দই এর নাম দিয়ে তা বিক্রি করছেন এবং অনেকেই নির্দ্বিধায় সেই দই কিনে খাচ্ছেন। (তথ্য ও ছবি - মৈনাক দেবনাথ)
advertisement
এখানেই প্রশ্ন উঠছে নবদ্বীপের বাইরে যে সমস্ত বিক্রেতারা বিক্রি করছে নবদ্বীপের দই নাম করে আদৌ তা কতটা খাঁটি, যদিও নবদ্বীপের দই বিক্রেতারা জানান অনেকেই নবদ্বীপ থেকে পাইকারি দই কিনে নিয়ে যান তারা গিয়ে অন্যান্য জেলা কিংবা অন্যান্য রাজ্যে সেই দই বিক্রি করেন, সেই দইয়ের ক্ষেত্রে কোনও সমস্যা নেই কিন্তু এমনও অভিযোগ উঠে আসছে বেশ কিছু জায়গায় নবদ্বীপের দইয়ের নাম করে বিক্রি করা হচ্ছে অন্য দই।
advertisement
advertisement
advertisement
advertisement







