Dragon Fruit: বিদেশি ফলের চাষ জীবন বদলাচ্ছে মহিলাদের! বাড়ছে আয়ের অঙ্ক, মন ভাল করা দৃশ্য পুরুলিয়ায়
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Purulia Dragon Fruit: ভবিষ্যতে এই বিদেশি ফলের চাষ আরও বিস্তৃত হলে এলাকার আরও বহু মহিলা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে স্বাবলম্বী হতে পারবেন বলে আশাবাদী উদ্যোক্তারা।
advertisement
কাশীপুরের শ্যামপুর গ্রামে অবস্থিত অলিভ ব্রাঞ্চ ফার্মে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ড্রাগন চাষে বর্তমানে গ্রামের মহিলারাই এগিয়ে এসেছেন। ড্রাগন গাছ রোপণ থেকে শুরু করে নিয়মিত পরিচর্যা, গাছের যত্ন, ফল সংগ্রহ এবং বাজারজাত করার জন্য প্রস্তুত করা, চাষের প্রতিটি ধাপে সক্রিয় ভূমিকা পালন করছেন গ্রামের মহিলারা।
advertisement
advertisement
অন্যদিকে অলিভ ব্রাঞ্চ ফার্মের কর্ণধার অভিষেক খান জানান, “কাশীপুরের শ্যামপুর গ্রামে পরীক্ষামূলকভাবে ড্রাগন চাষ শুরু করেছি। শুরু থেকেই গ্রামের মহিলাদের এই চাষের সঙ্গে যুক্ত করা হয়েছে। গাছ লাগান থেকে শুরু করে ফলন ও পরিচর্যার যাবতীয় দায়িত্ব তাঁরাই সামলাচ্ছেন। এর ফলে তাঁরা আধুনিক ও লাভজনক চাষ পদ্ধতি জানতে পারছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।”
advertisement
advertisement






