Howrah News: অঙ্ক মিললে তবেই বাজবে বাঁশি,বহু প্রাচীন শিল্প 'বাঁশি পুতুল' বানাচ্ছেন হাওড়ার রাজকুমার
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
মাটির পুতুলে রয়েছে অঙ্ক, সেই অঙ্ক নিমেষেই মিলিয়ে দিচ্ছেন হাওড়ার রাজকুমার! অঙ্ক মিললে তবেই বেজে উঠবে বাঁশি। মাটির পুতুলে রয়েছে জটিল অঙ্ক
হাওড়া, রাকেশ মাইতি: মাটির পুতুলে রয়েছে অঙ্ক, সেই অঙ্ক নিমেষেই মিলিয়ে দিচ্ছেন হাওড়ার রাজকুমার! অঙ্ক মিললে তবেই বেজে উঠবে বাঁশি। মাটির পুতুলে রয়েছে জটিল অঙ্ক। মেধা থাকলেই যে এই অঙ্ক মিলবে, তা কিন্তু একদমই নয়। মাটির পুতুলে একটি ছোট ও একটি বড় গর্ত রয়েছে। দুই গর্তের মধ্যে রয়েছে একটি জটিল সূত্র। সমাধান পেলে বেজে উঠবে বাঁশি। সেই অঙ্ক গত কয়েক দশক ধরে সমাধান করে কয়েক হাজার বছরের প্রাচীন ইতিহাস জীবন্ত করে বাঁশি পুতুল তৈরি করছেন হাওড়ার রাজকুমার দেবনাথ।
তখন রাজকুমার স্কুল পড়ুয়া, বন্ধুর মায়ের কাছে প্রথম এই পুতুল তৈরি শেখা। তার পর শৈশব পেরিয়ে কৈশোর, যৌবন, এখন তাঁর প্রায় পঞ্চাশ বছর বয়স। দশকের পর দশক পলি মাটি দিয়ে তৈরি করছেন বাঁশি পুতুল। এই পুতুলের ইতিহাস জড়িয়ে রয়েছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সঙ্গে। ইতিহাস ঘাঁটলে বোঝা যায়, প্রায় তিন থেকে পাঁচ হাজার বছর পুরনো এই পুতুল।
advertisement
হাওড়ার রাজকুমার দেবনাথ কয়েক দশক ধরে বাঁশি পুতুল তৈরি করছেন। পশু-পাখি মিলিয়ে ১০-১২ রকম বাঁশি পুতুল তৈরি হয় শিল্পীর হাতে। ক্ষুদ্র আকারের বাঁশি পুতুলগুলি হারের লকেট হিসাবে ব্যবহার করেছেন। এই হারের বিপুল চাহিদাও রয়েছে।
advertisement
বর্তমান সময়ে বাঁশি পুতুলকে বিভিন্নভাবে মানুষের সামনে তুলে ধরছেন শিল্পী। ধীরে ধীরে চাহিদা বাড়ছে। সারা বাংলায় এই শিল্পকর্ম খুব কমই দেখা মেলে। হাওড়া জেলায় একমাত্র বাঁশি পুতুল শিল্পী রাজকুমার দেবনাথ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora,West Bengal
First Published :
December 15, 2025 3:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: অঙ্ক মিললে তবেই বাজবে বাঁশি,বহু প্রাচীন শিল্প 'বাঁশি পুতুল' বানাচ্ছেন হাওড়ার রাজকুমার






