Digha News: নিষেধ সত্ত্বেও সমুদ্র-স্নানে, কলকাতার পর্যটকের মর্মান্তিক পরিণতি দিঘায়!

Last Updated:

Digha News: প্রসঙ্গত, রবিবার বঙ্গোসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে, ফলে পশ্চিমবঙ্গের উপকূলেও এর প্রভাব পড়বে বলে খবর হাওয়া অফিস সূত্রে৷ তাই সতর্কতাও নেওয়া হচ্ছে প্রয়োজনীয়।

দিঘায় মর্মান্তিক মৃত্যু!
দিঘায় মর্মান্তিক মৃত্যু!
#দিঘা: সমুদ্র স্নানে নেমে দিঘায় ফের পর্যটকের মৃত্যু! সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে কলকাতার চারু মার্কেট অঞ্চলের টালিগঞ্জ এলাকার বাসিন্দা কল্যাণ দাসের(৪৮)। পাঁচ বন্ধুর মিলে দিঘায় বেড়াতে এসে ওল্ড দিঘার সি-হক ঘোলা ঘাটে স্নানে নেমে তলিয়ে যান তিনি। নুলিয়ারা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, রবিবার বঙ্গোসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে, ফলে পশ্চিমবঙ্গের উপকূলেও এর প্রভাব পড়বে বলে খবর হাওয়া অফিস সূত্রে৷ তাই সতর্কতাও নেওয়া হচ্ছে প্রয়োজনীয়। পুলিশের পাশাপাশি মৎস্য দফতরের পক্ষ থেকেও মাইকিং করে সতর্কবার্তা দেওয়া শুরু হয়েছে দিঘা, মন্দারমণির মতো উপকূলবর্তী জায়গাগুলিতে।
advertisement
advertisement
দিঘা, শঙ্করপুর, মন্দারমণির পাশাপাশি পেটুয়াঘাট মৎস্যবন্দরের মতো অঞ্চলে জারি করা হয়েছে সতর্কবার্তা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। শনিবার রাত থেকেই পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
advertisement
দিঘা, দিঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে। রবিবার সকাল থেকেই এডিএফ মেরিন (কাঁথি) জয়ন্তকুমার প্রধানের নেতৃত্বে পেটুয়া মৎস্যবন্দর, শংকরপুর, দিঘায় মাইকিং চালানো হচ্ছে৷ যে সব মৎস্যজীবী মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদের ৭ অগাস্ট সন্ধের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ওয়ারলেসের মাধ্যমে। ইতিমধ্যে বেশ কিছু ট্রলার ফিরে এসেছে৷ অনেক ট্রলার এখনও মাঝসমুদ্রে রয়েছে৷ তারা আজ সন্ধের মধ্যে ফিরে আসবে, এমনটাই জানিয়েছেন এডিএফ মেরিন জয়ন্তকুমার প্রধান। এরই মধ্যে পর্যটকের প্রাণহানী দিঘায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: নিষেধ সত্ত্বেও সমুদ্র-স্নানে, কলকাতার পর্যটকের মর্মান্তিক পরিণতি দিঘায়!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement