Partha Chatterjee: জেলে ঢুকেই ফুলতে শুরু করেছে পার্থর পা! এবার কি তবে হাসপাতাল? ছড়াচ্ছে জল্পনা

Last Updated:

Partha Chatterjee: জেল সূত্রের খবর, স্থূলতার কারণেই মাটিতেও বসা কষ্টকর পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে৷ অথচ সেলে খাট তো দূরে থাক, কোনও চেয়ারও ছিল না৷

পা ফুলছে পার্থর!
পা ফুলছে পার্থর!
#কলকাতা: ১৪ দিনের ইডি হেফাজত শেষে আপাতত জেলে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু সেখানেও নানা সমস্যায় জেরবার তিনি। জেলের প্রথম রাতে তাঁকে ঘুমোতে দেওয়া হয়েছিল মেঝেতে। কিন্তু গোটা রাত জেগে কাটিয়েছেন পার্থ। অবশেষে জেলে ঘুমনোর জন্য খাট পেয়েছেন তিনি।
শুক্রবার প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর পার্থকে রাখা হয়েছিল পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে৷ ছোট্ট সেই সেলে নিয়ম মতো রাতে শোয়ার জন্য চারটি কম্বল পেয়েছিলেন পার্থ৷ কিন্তু প্রত্যাশিত ভাবেই রাতে সেই বিছানায় শুয়ে ঘুম আসেনি প্রাক্তন মন্ত্রীর৷ আর জেল সূত্রে এবার জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের পা ফোলার সম্যসা বাড়ছে। সেই দিকে নজর রাখছেন জেলের ডাক্তাররা। এখনই তাকে জেল হাসপাতালে রাখার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
advertisement
advertisement
জেল সূত্রের খবর, স্থূলতার কারণেই মাটিতেও বসা কষ্টকর পার্থর পক্ষে৷ অথচ সেলে খাট তো দূরে থাক, কোনও চেয়ারও ছিল না৷ কিন্তু সেলের শৌচাগারে ছিল কমোড৷ সূত্রের খবর, জেলবাসের প্রথম রাতের বাকি সময়টুকু সেই কমোডের উপরে বসেই কাটাতে হয় একদা দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রীকে৷ সেই সূত্রেও তাঁর পা ফোলা বাড়তে পারে বলে অনুমান চিকিৎসকদের।
advertisement
শনিবার খাটের জন্য জেল কর্তৃপক্ষের কাছে কার্যত অনুনয় বিনয় করেন প্রাক্তন মন্ত্রী৷ সকালে প্রাতঃরাশে চা এবং পাউরুটি খান তিনি৷ দুপুরে ভাত খাওয়া পছন্দ নয় পার্থর৷ তাই দুপুরেও চা- পাউরুটিই চেয়ে নিয়েছিলেন তিনি৷
জেল সূত্রে আরও জানা গিয়েছে, সকালে প্রাতঃরাশ সেরে একবারই সেলের বাইরে এসেছিলেন তিনি৷ হেঁটে গিয়ে নিজের আইনজীবীর সঙ্গে দেখা করেন৷ এর পর জেলের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করতে আসেন৷ তখনই রাতে ঘুমোতে না পারার কথা চিকিৎসকদের জানান পার্থ৷ বলা ভাল, বিনিদ্র রাতের বর্ণনা দিয়ে তাঁকে খাট দেওয়ার জন্য কার্যত কাতর আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়৷ এর পরেই পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শেই তাঁকে খাট দেওয়ার সিদ্ধান্ত নেন জেল কর্তৃপক্ষ৷ তবে, পা ফুললেও এখনই তাঁকে জেল হাসপাতালে রাখার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
advertisement
---সৌরভ তিওয়ারি
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: জেলে ঢুকেই ফুলতে শুরু করেছে পার্থর পা! এবার কি তবে হাসপাতাল? ছড়াচ্ছে জল্পনা
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement