কলকাতাকে 'বলে বলে দশগোল' দিতে পারে বাঁকুড়ার এই পুজো... নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না...

Last Updated:

বাঁকুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় দুর্গাপুজো হয় ইন্দপুরে। প্রতি বছরই অভিনব থিমের জন্য দর্শকদের নজর কেড়ে নেয় এই পুজো। এবার সেই পুজোর থিম 'হস্তশিল্পে মা দুর্গা'। কেমন সেটা?

+
দুর্গা

দুর্গা প্রতিমা

ইন্দপুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: হিসাব মতো আজ দ্বিতীয়া। তবে বাঙালির মনে যেন অষ্টমী। এই একটাই তো উদযাপন যার জন্য সারা বছরের অপেক্ষা। শুধু কী কলকাতা! না। জেলায় জেলায় একই উচ্ছ্বাস। বাঁকুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় দুর্গাপুজো হয় ইন্দপুরে। প্রতি বছরই অভিনব থিমের জন্য দর্শকদের নজর কেড়ে নেয় এই পুজো। এবার সেই পুজোর থিম ‘হস্তশিল্পে মা দুর্গা’। কেমন সেটা?
পল্লীশিল্প ও হস্তশিল্পের নানা নিদর্শনকে কেন্দ্র করে সজ্জিত হয়েছে প্যান্ডেল ও মণ্ডপ প্রাঙ্গণ। শিল্পীরা জানান, এই থিমের মধ্য দিয়ে বাংলার লোকশিল্প ও কারুশিল্পের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে। অন্যতম ঐতিহ্যবাহী পুজো বাংলা নবারুণ সঙ্ঘের দুর্গাপুজোর উদ্বোধন হল মঙ্গলবার সন্ধ্যায়। এবারের পুজোর শুভ সূচনা নবান্ন থেকে ভার্চুয়ালি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপের রং কিছুটা সোনালী সেই কারণে, একটা ‘প্রিমিয়াম লুক’। দর্শনার্থী অঞ্জন মণ্ডল জানান, ‘প্রতিবছরই এই পুজো দুর্দান্ত প্যান্ডেল বানায়। আমরা কলকাতা যেতে পারি না, কিন্তু বাঁকুড়াতে বসেই সেই স্বাদ নিতে পারি।’
advertisement
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমাশাসক শুভম মোর্য, খাতড়া মহকুমার পুলিশ আধিকারিক অভিষেক যাদব, ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিক, বিশিষ্ট সমাজকর্মী রেজাউল খান এবং ক্লাবের কর্তাব্যক্তিরা। ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, শুধুমাত্র সাজসজ্জা নয়, সামাজিক কর্মসূচিতেও গুরুত্ব দেওয়া হবে এবারের দুর্গোৎসবে। ব্যাস তবে আর কী! চুটিয়ে উপভোগ শুরু।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতাকে 'বলে বলে দশগোল' দিতে পারে বাঁকুড়ার এই পুজো... নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না...
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement