মহাষষ্ঠীর সকালে মণ্ডপে হাজির জ্যান্ত দুর্গা, লক্ষ্মী, গনেশ...! মানব পুজোর এক অভিনব দৃশ্য! অনাথ অশ্রমের পুজোয় মন ভাল করা দৃশ্য
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Burdwan Durga Puja: অভিনব ভাবনায় দামোদরপাড়া অনাথ আশ্রমের দুর্গোৎসব। মহাষষ্ঠীর সকালেই আশ্রম প্রাঙ্গণে আবাসিক শিশুরা দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মানব রূপে অবতীর্ণ হল। শিশুদের হাতেই হল পুজোর শুভ সূচনা।
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: অভিনব ভাবনায় দামোদরপাড়া অনাথ আশ্রমের দুর্গোৎসব। কোন নেতা, মন্ত্রী কিংবা তারকা নন, শিশুদের হাতেই হল পুজোর শুভ সূচনা। দুর্গাপুজো মানেই আনন্দ, মিলন আর উৎসবের আবহ। তবে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমের দুর্গোৎসব যেন একটু আলাদা। এখানে দেবী আরাধনার সূচনা হয় ছোট ছোট শিশুর হাত ধরে।
মহাষষ্ঠীর সকালেই আশ্রম প্রাঙ্গণে আবাসিক শিশুরা দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মানব রূপে অবতীর্ণ হল। পুজো অর্চনার মাধ্যমে তাদের হাত ধরেই শুরু হল দুর্গোৎসবের শুভ যাত্রা। প্রতিবার এই মানব পুজো দশমীর দিন অনুষ্ঠিত হলেও এই বছর তা ষষ্ঠী দিন অনুষ্ঠিত হল। উপস্থিত সকলের চোখে মুখে ফুটে উঠল আবেগ আর আনন্দের রেশ।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চমীর রাতেই শুরু বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, সেরা পুজো বাছতে কালঘাম ছুটল! কারা পেল সেরার মুকুট?
এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ ইতিহাসও। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গত ২৫ বছর আগে নিজের উদ্যোগেই এই আশ্রমে পুজোর সূচনা করেছিলেন। আজও তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। পুজোর দিনগুলোতে শিশুদের সঙ্গেই কাটান সময়। ভাগ করে নেন আনন্দ-উৎসবের মুহূর্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা কামারহাটি পৌরসভার কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। এদিন তাঁকে বাচ্চাদের সঙ্গে বসে গান পরিবেশন করতেও দেখা যায়।
advertisement
advertisement

কামারহাটি পৌরসভার কাউন্সিলর তথা অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন
আরও পড়ুনঃ যাদের ঢাকের তালে মুখরিত হয় পুজো মণ্ডপ, দোলে ওঠে মন! সেই ঢাকিরাই কেন উৎসব থেকে বঞ্চিত? ডঙ্কায় বিষাদের সুর
পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সকলেই এখানে চলা অন্নদান কর্মসূচিতেও খাবার পরিবেশন করেন। এ যেন দেবী আরাধনার পাশাপাশি মানবিকতারও এক বিরল উদাহরণ। দুর্গোৎসবের আনন্দ এখানে মিলেমিশে যায় ভালবাসা, স্নেহ আর সহমর্মিতার অনন্য সুরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
September 28, 2025 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহাষষ্ঠীর সকালে মণ্ডপে হাজির জ্যান্ত দুর্গা, লক্ষ্মী, গনেশ...! মানব পুজোর এক অভিনব দৃশ্য! অনাথ অশ্রমের পুজোয় মন ভাল করা দৃশ্য