পঞ্চমীর রাতেই শুরু বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, সেরা পুজো বাছতে কালঘাম ছুটল! কারা পেল সেরার মুকুট?

Last Updated:

Biswa Bangla Sharad Samman 2025: এই বছর পঞ্চমীর রাত থেকেই শুরু হল 'বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫' প্রাপ্তি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার সেরার সেরা ও জেলার সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে ৪ টি পুজোকে। এক ঝলকে দেখে নিন তালিকা...

বাঁকুড়ার সেরার সেরা ৪ দুর্গাপুজো
বাঁকুড়ার সেরার সেরা ৪ দুর্গাপুজো
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: দুর্গাপুজোয় থিমের টক্কর। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। কোন মণ্ডপ ছেড়ে কোন মণ্ডপকে বাছবেন সেরা হিসাবে! কাকে কত নম্বর দেবেন! এ যেন এক কঠিন পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো কমিটির কর্মকর্তারা সারা বছর ধরে পরিকল্পনা করেন নতুনত্ব কোন থিমে সাজানো যায় মণ্ডপকে। বছরভরের সেই পরিকল্পনা রূপ পায় দুর্দান্ত সব শিল্পী ও কারিগরদের হাতে। এই বছর পঞ্চমীর রাত থেকেই শুরু হল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫’ প্রাপ্তি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার সেরার সেরা ও জেলার সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে ৪ টি পুজোকে। এক ঝলকে দেখে নিন তালিকা…
১) বাঁকুড়া জেলার সেরার সেরা পুরস্কার পেল দলমাদল সর্বজনীন দুর্গোৎসব:
বিষ্ণুপুর দলমাদল সর্বজনীন দুর্গোৎসবের পুজো এই বচর ২২’তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরই নানান থিমের চমক দিয়ে থাকে এই পুজো কমিটি। তাদের এবারের চমক ‘দুর্গা এবার পেতল কাঁসায় অসুর যাবে জন্মের বাসায়’। পুজো উদ্যোক্তাদের দাবি আগেকার দিনে কাঁসা-পিতলের বাসনপত্র ছাড়া বিবাহ সম্পন্ন হত না। এখন এই কাঁসা পিতলের ব্যবহার বিলুপ্তির পথে। তাই কাঁসার শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যই তাদের এই ভাবনা।
advertisement
advertisement
২) জেলার সেরা সম্মান পেয়েছে সঙ্কটতলা সর্বজনীন দুর্গোৎসব:
সঙ্কটতলা সর্বজনীন দুর্গোৎসবের পুজো এই বছর ২১’তম বর্ষে পদার্পণ করল। থিম ও প্রতিমা উভয়েই রয়েছে অভিনবত্ব। এবারের থিমে বিষ্ণুপুরের প্রাচীর সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এবং প্রতিমায় রয়েছে ইংরেজ বধের কাহিনী। ভারতের স্বাধীনতা সংগ্রামে মহিলাদের ভূমিকা তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়।
৩) জেলার সেরা সম্মান পেয়েছে বিষ্ণুপুর সেনহাটি সর্বজনীন দুর্গোৎসব:
বিষ্ণুপুর সেনহাটি সর্বজনীন দুর্গোৎসবের পুজো এবার ২৮’তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিবছর নানান থিমের চমক দিয়ে থাকে এই পুজো ক্লাব। এবার তাদের থিম ‘সুরের সাধনায় বিষ্ণুপুর’।
advertisement
৪) জেলার সেরা সম্মান পেয়েছে সোনামুখী পাটজোর মোড় আমরা সবাই সর্বজনীন দুর্গোৎসব:
সোনামুখী পাটজোর মোড় আমরা সবাই সর্বজনীন দুর্গোৎসবের পুজোর এবারের থিম ‘মাটিতে হৃদয় বেঁধে রেখো মা আদিবাসীর প্রেমে’। ইতিমধ্যেই এই থিম বাঁকুড়া জেলার দর্শনার্থীদের নজর কেড়েছে। আদিবাসী সমাজের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে থিমের মধ্য দিয়ে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চমীর রাতেই শুরু বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, সেরা পুজো বাছতে কালঘাম ছুটল! কারা পেল সেরার মুকুট?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement