পায়ে হেঁটে জনসংযোগ সায়নীর! জেতার নিয়ে ১০০ শতাংশ আশাবাদী

Last Updated:

Sayani Ghosh: যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের অভিনেত্রী সায়নী ঘোষ রবিবার সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার দুধনই এলাকা থেকে রামনগর এলাকা পর্যন্ত পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ।

+
জনসংযোগ

জনসংযোগ সায়নীর 

দক্ষিণ ২৪ পরগনা : মনোনয়নপত্র জমা দেওয়ার পর মানুষের দরজায় দরজায় ভোট প্রচারে অভিনেত্রী সায়নী ঘোষ।
যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের অভিনেত্রী সায়নী ঘোষ রবিবার সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার দুধনই এলাকা থেকে রামনগর এলাকা পর্যন্ত পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ।
প্রচার শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেন, জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী। শুধু সময়ের অপেক্ষা। একসময় যাদবপুর লোকসভা কেন্দ্র বামেদের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু সেই শক্ত ঘাঁটি এখন আর নেই। এখন বামেদের লাল দুর্গে ফুটেছে জোড়া ফুল।
advertisement
advertisement
আরও পড়ুন- জোড়া হাতের মাঝে ফুল ফোটাতে মরিয়া তৃণমূল-বিজেপি, রাত পোহালেই বহরমপুরে ভোট
যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। তৃণমূলকে কটাক্ষ করে বারবার বলতে শোনা গিয়েছিল, তৃণমূল পাঁচিলে বসে থাকবে এবং বিজেপি তৃণমূলকে জেতার সাহায্য করবে।
বাম নেতা সৃজন ভট্টাচার্যের এই কটাক্ষের পাল্টা জবাব দিলেন সায়নী। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ বলেন, মানুষের জনসমর্থন হারিয়েছে সিপিএম। শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। সেটা মানুষ জানে। মানুষের হৃদয়ে তৃণমূল রয়েছে। আমার জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে আমাকে।
advertisement
আরও পড়ুন-  নজরে রানাঘাট! জেনে নিন এই লোকসভা কেন্দ্রের খুঁটিনাটি
সায়নী ঘোষ আরও বলেন, যখন থেকে আমি তৃণমূলে যোগদান করেছি তখন থেকেই আমার সম্পত্তির পরিমাণ কমতে শুরু করেছে। কিন্তু অনেকেই অন্যান্য দলে যোগদান করে সম্পত্তির পরিমাণ দ্বিগুণ করেছে। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল যে আমি পাঁচ-৬টা ফ্ল্যাট কিনেছি, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পায়ে হেঁটে জনসংযোগ সায়নীর! জেতার নিয়ে ১০০ শতাংশ আশাবাদী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement