Lok Sabha Election 2024: নজরে রানাঘাট! জেনে নিন এই লোকসভা কেন্দ্রের খুঁটিনাটি

Last Updated:

২০০৯ সালে এই লোকসভা কেন্দ্রটি গঠন করা হয়। নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ এবং চাকদহ-- এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে

রানাঘাট লোকসভা কেন্দ্রের তিন মুখ্য প্রার্থী
রানাঘাট লোকসভা কেন্দ্রের তিন মুখ্য প্রার্থী
রানাঘাট: পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে রানাঘাট লোকসভা কেন্দ্র উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ২০০৯ সালে এই লোকসভা কেন্দ্রটি গঠন করা হয়। নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ এবং চাকদহ– এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্র গঠিত হয়। ২০০৯ এবং ২০১৪ সালে এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল জিতলেও ২০১৯ সালে  রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপি-র দখলে চলে যায়।
২০২৪ সালে রানাঘাট লোকসভা নির্বাচনের মোট ভোটার রয়েছেন  ১৮৭১৯১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৫৯৩৬৪ জন। মহিলা ভোটার রয়েছেন ৯১২৪৮৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬০ জন। রানাঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৯৮৩ টি।
advertisement
২০১৯ সালে লোকসভা ভোট অনুযায়ী এই লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা সাড়ে ১৭ লক্ষেরও বেশি। যার মধ্যে ১০ লক্ষ গ্রামীণ ভোটার রয়েছেন। তবে এই কেন্দ্রের একটি বড় অংশে রয়েছে মতুয়া ভোট। ২০০৯ সালে এই কেন্দ্র থেকে বিজয়ী হন তৃণমূলের প্রার্থী সুচারুরঞ্জন হালদার। তাঁর প্রতিদ্বন্দ্বী সিপিআইএম-এর বাসুদেব বর্মণকে লক্ষাধিক ভোটে হারিয়েছিলেন তিনি। ২০১৪ সালে এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে জেতেন তাপস মণ্ডল। সিপি আইএম প্রার্থী অর্চনা বিশ্বাসকে ২ লক্ষেরও বেশি ভোটে হারান তিনি। তবে সে বছর উল্লেখযোগ্য হারে ভোট বৃদ্ধি পেয়েছিল বিজেপি-র। পাঁচ শতাংশ থেকে ১৭.৩ শতাংশ ভোট হয়েছিল বিজেপি-র। তবে ২০১৯ সালে ঘুরে যায় রানাঘাটের বিগত ১০ বছরের ইতিহাস। পদ্ম ফুলের ভারে নুইয়ে পড়ে ঘাসফুল। তৃণমূলের রূপালী বিশ্বাসকে ২ লক্ষ ৩১ হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন প্রার্থী জগন্নাথ সরকার। সেবার বিজেপি ভোট পেয়েছিল ৫৩.১ শতাংশ। ২০১৯ সালের নবদ্বীপ বাদে বাকি ছয় বিধানসভাতে এগিয়েছিল বিজেপি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনেও ধারাবাহিকতা বজায় রেখেছিল বিজেপি। নবদ্বীপ বাদে সব আসনেই যেতে তারা। যদিও পড়ে উপনির্বাচনে শান্তিপুর আসনে জয় পায় তৃণমূল।
advertisement
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হন মুকুটমনি অধিকারী, সিপিআইএম প্রার্থী অলকেশ দাস, বহু জন সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছেন বিপ্লব বিশ্বাস, এসইউসিআই-এর প্রার্থী পরেশ হালদার, এছাড়াও শ্যামল কুমার মল্লিক নামে আরও এক ব্যক্তি দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে।
২০২৪ সালে নির্বাচনে পুনরায় জগন্নাথ সরকারকে প্রার্থী করেছে বিজেপি। জগন্নাথ সরকারকে প্রার্থী করার কয়েক দিনের মাথাতেই রানাঘাটের বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগদান করেন এবং তৃণমূল টিকিট দেয় তাঁকে। মুকুটমনি অধিকারী রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন। তবে তৃণমূলের সাংসদ নির্বাচনের প্রার্থীর টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি  বিধায়কের পদ থেকে ইস্তফা দেন। আসন্ন লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভায় কী ফল হয় সেদিকেই এবার নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: নজরে রানাঘাট! জেনে নিন এই লোকসভা কেন্দ্রের খুঁটিনাটি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement