Lok Sabha Election 2024: জোড়া হাতের মাঝে ফুল ফোটাতে মরিয়া তৃণমূল-বিজেপি, রাত পোহালেই বহরমপুরে ভোট
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
২০২১-এর লোকসভা নির্বাচনে একমাত্র বহরমপুর বিধানসভা বাদ দিলে সমস্ত বিধানসভা দখল করে শাসকদল তৃণমূল কংগ্রেস। বহরমপুর লোকসভার অধীনে বহরমপুর, কান্দি, বেলডাঙা, রেজিনগর, নওদা, বড়ঞা, ভরতপুর বিধানসভা নিয়ে গঠিত এই লোকসভা।
মুর্শিদাবাদ: সোমবার চতুর্থ দফায় লোকসভা ভোট। ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৬টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। রাত পোহালেই বহরমপুর লোকসভায় নির্বাচন। এই লোকসভায় মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫জন প্রার্থী। তবে ত্রিমুখী লড়াইয়ে নজরকাড়া এই বহরমপুর লোকসভা। এবছর লড়াই করছেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী। তৃণমূলের তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান ও বিজেপির প্রার্থী ডাঃ নির্মল সাহা। পাশাপাশি আছেন নির্দল প্রার্থী।
তবে বহরমপুর লোকসভা নির্বাচনে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্রের দাবি, আরও দু’কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। একদা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত এই বহরমপুর লোকসভা। অন্যদিকে এবার জোড়া হাতের মাঝে কমল ফোটাতে বদ্ধপরিকর পদ্মশিবির।
advertisement
মোট সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই বহরমপুর লোকসভা। সাংসদ রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। টানা ১৯৯৯ থেকে অধীররঞ্জন চৌধুরীর গড় হিসেবে পরিচিত এই বহরমপুর। কিন্তু ২০২১-এর লোকসভা নির্বাচনে একমাত্র বহরমপুর বিধানসভা বাদ দিলে সমস্ত বিধানসভা দখল করে শাসকদল তৃণমূল কংগ্রেস। বহরমপুর লোকসভার অধীনে বহরমপুর, কান্দি, বেলডাঙা, রেজিনগর, নওদা, বড়ঞা, ভরতপুর বিধানসভা নিয়ে গঠিত এই লোকসভা।
advertisement
বহরমপুর লোকসভার মোট পুরুষ ভোটার ৯লক্ষ ৬হাজার ৭৬০জন। মহিলা ভোটার রয়েছে ৮লক্ষ ৭৬হাজার ২৭৫জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪৩জন। মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৮৩হাজার ৭৮জন। বহরমপুর লোকসভাতে ৮৫বছরের উর্দ্ধে ভোটারের সংখ্যা আছে ৯,৫৫৭জন। নতুন ভোটার সংখ্যা ৩৮হাজার ৬১জন। মোট বুথের সংখ্যা ১৮৭৯টি। তার মধ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা ২৩৫টি। মডেল বুথ ৪টি। বহরমপুর লোকসভাতে ১৮৭৯টি বুথের মধ্যে অতিরিক্ত স্পর্শ কাতর বুথের সংখ্যা ৫৫৮টি বুথ। বহরমপুর লোকসভাতে ৭৩ কোম্পানি যেমন কেন্দ্রীয় বাহিনী থাকবে ঠিক তেমনই ৬১৭২ জন রাজ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে।
advertisement
১৩ মে ভাগ্য নির্ধারণ হবে এরাজ্যের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। সেই তালিকায় রয়েছেন- অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্ররা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 12, 2024 6:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: জোড়া হাতের মাঝে ফুল ফোটাতে মরিয়া তৃণমূল-বিজেপি, রাত পোহালেই বহরমপুরে ভোট