Bankura News: বড়দিনে বাঁকুড়ায় আদিবাসী মেয়েদের জমাটি ফুটবল ম্যাচ! 'নরেন্দ্র কাপ' জেতার তাগিদে ময়দানে অদম্য লড়াই
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Bankura Football Tournament: বড়দিনকে কেন্দ্র করে বাঁকুড়ায় আয়োজিত হল আদিবাসী মেয়েদের ফুটবল টুর্নামেন্ট 'নরেন্দ্র কাপ'।মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলোর মাধ্যমে আত্মবিশ্বাস গড়তেই এই অভিনব উদ্যোগ।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: প্রত্যন্ত জঙ্গলমহলের বুকেই যেন গর্জে উঠল ফুটবলের নতুন ডাক। আদিবাসী মেয়েদের অংশগ্রহণে এমন একটি ফুটবল টুর্নামেন্ট সচরাচর চোখে পড়ে না। কিন্তু বড়দিনকে কেন্দ্র করে বাঁকুড়া জেলায় আয়োজিত এই ব্যতিক্রমী ফুটবল উৎসব তাক লাগিয়ে দিয়েছে সকলকে। টুর্নামেন্টের নাম ‘নরেন্দ্র কাপ’। নামেই যেন লুকিয়ে আছে দৃঢ়তা, আত্মবিশ্বাস আর এগিয়ে যাওয়ার বার্তা।
আয়োজক সংস্থার দাবি, বর্তমান প্রজন্মের যুবক-যুবতীরা ক্রমশ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলো, মাঠের আনন্দ আর দলগত চর্চা থেকে তারা দূরে সরে যাচ্ছে। সেই গতানুগতিক কু-অভ্যাস থেকে বের করে এনে শরীরচর্চা, শৃঙ্খলা ও দলগত চেতনার সঙ্গে যুক্ত করতেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন। বড়দিনের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই এই দিনে মাঠে নামার সুযোগ দেওয়া হয়েছে আদিবাসী মহিলা ফুটবলারদের।
advertisement
আরও পড়ুনঃ মধ্যমগ্রামে শুরু পরিবেশ সচেতনতা মেলা, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে মেলার যৌক্তিকতা নিয়ে বড় প্রশ্ন খাড়া করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
এই নরেন্দ্র কাপ টুর্নামেন্টে বাঁকুড়া জেলার মোট সাতটি বিধানসভা এলাকা থেকে মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেছে। প্রত্যন্ত গ্রামের মেয়েরা, যারা দিনের পর দিন সংসার, পড়াশোনা কিংবা শ্রমের কাজের ফাঁকে ফুটবলকে ভালবেসে মাঠে অনুশীলন করেন, তারাই এখানে মূল আকর্ষণ। অনেকের পায়ে নেই দামি জুতো, নেই আধুনিক সুযোগ-সুবিধা। তবুও চোখে মুখে আত্মবিশ্বাস আর লড়াই করার অদম্য জেদ স্পষ্ট।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দোকান হোক কিংবা অনলাইন কেনাকাটায় ঠকে যাওয়া থেকে সাবধান! পড়ুয়াদের নিয়ে উপভোক্তা সংঘ গঠনে উদ্যোগী ক্রেতা সুরক্ষা দফতর
প্রসঙ্গত, বাঁকুড়া জেলার মহিলা ফুটবল নতুন কিছু নয়। জঙ্গলমহল অঞ্চলের বহু আদিবাসী মেয়ে ইতিমধ্যেই জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার ছাপ রেখেছে। স্কুল স্তর থেকেই ফুটবলের প্রতি আগ্রহ তৈরি হয়, যা পরবর্তীতে ক্লাব ও ব্লক স্তরের টুর্নামেন্টে রূপ নেয়। তবে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ও সুযোগের অভাবে অনেক প্রতিভাই আড়ালেই থেকে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রেক্ষাপটে নরেন্দ্র কাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং এটি আদিবাসী মহিলা ফুটবলারদের স্বপ্ন দেখার মঞ্চ। বড়দিনের উৎসবের সঙ্গে মিলেমিশে এই ফুটবল আসর জঙ্গলমহলে পৌঁছে দিচ্ছে আত্মবিশ্বাস, অনুপ্রেরণা আর নতুন সম্ভাবনার বার্তা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Dec 25, 2025 3:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বড়দিনে বাঁকুড়ায় আদিবাসী মেয়েদের জমাটি ফুটবল ম্যাচ! 'নরেন্দ্র কাপ' জেতার তাগিদে ময়দানে অদম্য লড়াই










