Stick Mat: চাহিদার অভাবে এই বিখ্যাত গ্রাম থেকে হারিয়ে যেতে বসেছে কাঠির তৈরি মাদুর

Last Updated:

Stick Mat: কাঠির মাদুর তৈরি হত গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে। মাদুর শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন বহু মানুষ। মাদুর কাঠি চাষ, কাঠি সংগ্রহ করে তাকে মাদুর তৈরির উপযুক্ত করা, শেষ পর্যায়ে কারিগরদের মাদুর তৈরির মত বিভিন্ন ধাপে কাজ করতেন অনেকে

+
কাঠির

কাঠির মাদুরের দাম বাড়লেও যে কারণে অস্বস্তিতে কারিগর

হাওড়া: অবলুপ্তির পথে গ্রামবাংলার প্রাচীন মাদুর শিল্প। অতীতে সময় ঘরের মেঝে অথবা দাওয়ায় বসার জন্য আবশ্যক ছিল কাঠির মাদুর। গ্রীষ্মের দুপুরে বাড়িতে অতিথি এলে ঘরে দাওয়ায় মাদুর পেতে বসিয়ে সেবা-যত্নের রেওয়াজ দেখা যেত গ্রামবাংলার ঘরে ঘরে। মাদুরে বসিয়েই চলত অতিথি আপ্যায়ন। এমনকী শহরেও মাদুর ব্যবহারের রেওয়াজ ছিল যথেষ্ট।
এই কাঠির মাদুর তৈরি হত গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে। মাদুর শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন বহু মানুষ। মাদুর কাঠি চাষ, কাঠি সংগ্রহ করে তাকে মাদুর তৈরির উপযুক্ত করা, শেষ পর্যায়ে কারিগরদের মাদুর তৈরির মত বিভিন্ন ধাপের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। কিন্তু বর্তমানে গ্রামবাংলার খুব অল্প সংখ্যক ঘরে এখন কাঠির মাদুর ব্যবহারের রেওয়াজ দেখা যায়। হাতে বোনা কাঠির মাদুরের জায়গা এখন দখল করে নিয়েছেন প্লাস্টিকের মাদুর ও কার্পেট।
advertisement
advertisement
কাঠি মাদুর গরমে আরামদায়ক হলেও এর দামে দুটো প্লাস্টিকের মাদুর কেনা হয়ে যাবে। অথবা আরেকটু বেশি দাম দিয়ে রংচঙে কার্পেট জাতীয় জিনিস বাড়ি আনতে পারবেন আপনি। এই সব কিছু মিলিয়ে কাঠি মাদুরের চাহিদা কমেছে। এই মাদুর বুনতে বা তৈরি করতে দু’জন শ্রমিকের দরকার হয় এবং ৪-৫ ঘণ্টা সময় লাগে। সবমিলিয়ে যা পরিশ্রম হয় সেই অনুপাতে তেমন আয় হয় না কারিগরদের। ফলে অনেকেই পেশা পরিবর্তন করে অন্য কাজ শুরু করেছেন। আর তার ধাক্কাতেই এবার হাওড়ার উদয়নারায়ণপুরের মাদুর শিল্পের জন্য বিখ্যাত ভবানীপুর গ্রাম থেকেও হারিয়ে যেতে বসেছে এই কাঠি মাদুর।
advertisement
এক সময় ভবানীপুর গ্রামে প্রায় ৪০-৫০ টি পরিবার মাদুর বোনার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু লাভের মুখ না দেখতে পেয়ে মাদুর শিল্প থেকে সরে এসেছে বহু পরিবার। স্থানীয় মাদুর শিল্পীরা জানান, হাতে বোনা মাদুর পরিবেশ বান্ধব। এই মাদুর অনেকদিন ব্যবহার করা যায়। সেই দিক থেকে প্লাস্টিকের মাদুর সেইভাবে টেকসই হয় না। তবুও মানুষ রংচঙে প্লাস্টিক মাদুর বা কার্পেট জাতীয় জিনিসের দিকেই বেশি আগ্রহ দেখাচ্ছে। ফলে মাদুর শিল্প ধ্বংস হচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Stick Mat: চাহিদার অভাবে এই বিখ্যাত গ্রাম থেকে হারিয়ে যেতে বসেছে কাঠির তৈরি মাদুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement