Traditional Fair: এখানেই পাতালে প্রবেশ করেছিলেন মা গঙ্গা! চক্রতীর্থের নন্দার মেলায় স্নানের হিড়িক

Last Updated:

Traditional Fair: মা গঙ্গাকে ভগীরথ যখন সমতলে নিয়ে আসছিলেন সেই সময় এখানে মা গঙ্গার পাতাল প্রবেশ ঘটে। পরে ভগীরথ আবার ধ্যানমগ্ন হলে মা গঙ্গা এখানেই তাঁর হাতের চক্র তুলে ধরেন

+
চলছে

চলছে গঙ্গারতি

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণবঙ্গের হেরিটেজ সাইট চক্রতীর্থে শুরু হল ঐতিহাসিক নন্দার মেলা। আদি গঙ্গায় পূণ্যস্নান উপলক্ষে প্রতিবছর চৈত্র মাসের অমাবস্যার পূণ্যতিথিতে এই স্নান অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ পূণ্যার্থীর আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে এই মেলা।
ঐতিহাসিক দিক থেকে বিচার করলে এই মেলার গুরুত্ব অপরিসীম। কথিত আছে, মা গঙ্গাকে ভগীরথ যখন সমতলে নিয়ে আসছিলেন সেই সময় এখানে মা গঙ্গার পাতাল প্রবেশ ঘটে। পরে ভগীরথ আবার ধ্যানমগ্ন হলে মা গঙ্গা এখানেই তাঁর হাতের চক্র তুলে ধরেন। সেই থেকে এলাকার নাম হয়ে যায় চক্রতীর্থ। পাশেই চক্রতীর্থ মহাশ্মশান।
advertisement
advertisement
এখানেই বসে মেলা। এই মেলা প্রতিবছর মিলন মেলায় পরিণত হয়। মেলা উপলক্ষে গঙ্গা আরতির আয়োজনও করা হয়। এই বছর‌ও তার কোনও ব্যাতিক্রম হয়নি। রকমারি জিনিসপত্র থেকে শুরু করে হাতের কাজের জিনিস, মিষ্টি দোকান সবই থাকে এই মেলায়।
মেলা চলাকালীন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হয় যাতে কোন‌ওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। রায়দিঘি ও মথুরাপুর থানার উদ্যোগে চলে যৌথ নজরদারি। সব কিছু এই কয়েকটি দিন প্রকৃত অর্থে মিলনমেলায় পরিণত হয়ে ওঠে চক্রতীর্থ এলাকা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Fair: এখানেই পাতালে প্রবেশ করেছিলেন মা গঙ্গা! চক্রতীর্থের নন্দার মেলায় স্নানের হিড়িক
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement