Lok Sabha Election 2024: সুকান্তর এইমসের পাল্টা বিপ্লবের মেডিকেল কলেজ, স্বাস্থ্যের 'স্বাস্থ্য উদ্ধার' ঘিরে তর্জায় দু'পক্ষ

Last Updated:

Lok Sabha Election 2024: দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের চিকিৎসা করার ক্ষেত্রে বালুরঘাট জেলা হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের উপর নির্ভর করতে হয়। এই হাসপাতালগুলির পরিকাঠামোর অভাব, দক্ষ চিকিৎসক না পাওয়ার মত বিষয় থাকায় একটু জটিল অসুখ হলেই অন্য জেলায় ছুটতে হয় বাসিন্দাদের, এমনটাই দাবি স্থানীয়দের

+
জেলা

জেলা হাসপাতাল

দক্ষিণ দিনাজপুর: আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রের ভোট প্রচারে মূল ইস্যু হিসেবে উঠে এসেছে জেলার স্বাস্থ্য ব্যবস্থার হালহকিকত। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলছেন, ভোটে জিতলে দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ তৈরির বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। অপরদিকে বিজেপি প্রার্থী তথা বর্তমান সাংসদ সুকান্ত মজুমদার বলছেন, ভোটে জিতলে জেলায় এইমসের ধাঁচে অত্যাধুনিক হাসপাতাল তৈরির জন্য দিল্লিতে দরবার করবেন।
এক কথায় বললে বালুরঘাট কেন্দ্রের ভোটে এবার মূল বিষয় হল দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। গঙ্গারামপুরের সভায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, উত্তরবঙ্গের সবথেকে পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুর। তিনি এবারেও জিতলে এইমসের মত উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করতে চান। ইতিমধ্যেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে এনেছেন বলে দাবি করেন।
advertisement
advertisement
পাল্টা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের কটাক্ষ, পাঁচ বছরে যে ব্যক্তি একটি পানের দোকান করে দিতে পারেননি তিনি ভোট প্রচারে বেরিয়ে এইমসের কথা বললে সাধারণ মানুষ বিশ্বাস করবে কেন? ঘটনা হলো বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের চিকিৎসা করার ক্ষেত্রে বালুরঘাট জেলা হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের উপর নির্ভর করতে হয়। এই হাসপাতালগুলির পরিকাঠামোর অভাব, দক্ষ চিকিৎসক না পাওয়ার মত বিষয় থাকায় একটু জটিল অসুখ হলেই অন্য জেলায় ছুটতে হয় বাসিন্দাদের। তবে চিকিৎসা পরিষেবার উন্নতিতে কার শ্রুতিতে আস্থা রাখবেন তা শেষ চালে জনতা জনার্দনই ঠিক করবেন।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: সুকান্তর এইমসের পাল্টা বিপ্লবের মেডিকেল কলেজ, স্বাস্থ্যের 'স্বাস্থ্য উদ্ধার' ঘিরে তর্জায় দু'পক্ষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement