Open Pit Coal Mine: বাংলার এখান থেকে কর্পূরের মত উবে যাচ্ছে জল! পুরোটা জানলে ভয় পাবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Open Pit Coal Mine: এলাকা হয়ে যাচ্ছে জলশূন্য। ওসিপি থাকার ফলে সমস্ত জল যেন কর্পূরের মত উধাও হয়ে যাচ্ছে। এলাকার ছোট বড় বিভিন্ন জলাশয়গুলি কার্যত জল শূন্য হয়ে পড়েছে
পশ্চিম বর্ধমান: চারিদিক থেকে যেন বিপদ ওঁদের ঘিরে ধরছে। পরিত্রাণের কোনও উপায় খুঁজে পাচ্ছেন না। তীব্র গরমে জলের জন্য হাহাকার করতে হচ্ছে। নেই ভাল রাস্তা। গাড়ি চলা তো দূর অস্ত, পায়ে হেঁটেও যাওয়া যায় না। তবে সবথেকে বেশি ভয় হচ্ছে যখন খনিতে বিস্ফোরণ ঘটছে। ভয়ে বুক কেঁপে উঠছে ওঁদের- এই বুঝি নেমে এল নতুন কোনও বিপদ।
জামুরিয়া থানার অন্তর্গত নিউ সিরিয়াসোল এলাকায় রয়েছে একটি খোলামুখ খনি। তার জন্যই যাবতীয় সমস্যা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাঁরা বলছেন, গত ১০ বছর ধরে এই ওপেন কাস্ট কোল মাইন প্রজেক্ট অর্থাৎ খোলা মুখ খনিটি চলছে। আর তার ফলে এলাকা হয়ে যাচ্ছে জলশূন্য। ওসিপি থাকার ফলে সমস্ত জল যেন কর্পূরের মত উধাও হয়ে যাচ্ছে। এলাকার ছোট বড় বিভিন্ন জলাশয়গুলি কার্যত জল শূন্য হয়ে পড়েছে। এমনকি কুয়ো থেকেও জল পাওয়া যাচ্ছে না।
advertisement
advertisement
এছাড়াও খনিতে যখন বিস্ফোরণ হচ্ছে চারিপাশ কেঁপে উঠছে। স্থানীয় মানুষের অভিযোগ, খনিতে বিস্ফোরণের তীব্রতায় এলাকার সমস্ত ঘরবাড়ি কেঁপে উঠছে। ঘরবাড়িতে বড় বড় ফাটল দেখা দিচ্ছে। ফেটে যাচ্ছে রাস্তাঘাট। কখনও কখনও বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। ফলে জল নিয়ে যখন সমস্যায় পড়ছেন তখন রাস্তাঘাট না থাকার জন্য সমস্যায় পড়তে হচ্ছে। তার মধ্যেই বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে বাসস্থানের নিরাপত্তা।
advertisement
আরও পড়ুন: সুকান্তর এইমসের পাল্টা বিপ্লবের মেডিকেল কলেজ, স্বাস্থ্যের ‘স্বাস্থ্য উদ্ধার’ ঘিরে তর্জায় দু’পক্ষ
বাসস্থান হারিয়ে ফেলার ভয় সব সময় ঘিরে ধরেছে এই অসহায় মানুষগুলিকে। তাই দ্রুত পদক্ষেপ করতে ময়দানে নেমেছেন এলাকার মহিলারা। খনি কর্তৃপক্ষের কাছে তাঁদের আবেদন, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। কী ব্যবস্থা নেওয়া হবে তা লিখিত আকারে জানানোর দাবি জানিয়েছেন। এই কারণে এদিন সকাল থেকে তাঁরা খনি কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। তীব্র রোদে দীর্ঘক্ষণ বসে থেকেছেন আশ্বাসের আশায়।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2024 5:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Open Pit Coal Mine: বাংলার এখান থেকে কর্পূরের মত উবে যাচ্ছে জল! পুরোটা জানলে ভয় পাবেন