West Medinipur News: স্ত্রীর চোখের সামনে সব শেষ, লুটিয়ে পড়লেন বৃদ্ধ! মর্মান্তিক এমন ঘটনার সাক্ষী থাকল এই জেলা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল বৃদ্ধের
পশ্চিম মেদিনীপুর: চোখের সামনে ঘটল অঘটন। নিমেষেই সব শেষ, চোখের সামনে লুটিয়ে পড়লেন এই বৃদ্ধ। স্ত্রীর চোখের সামনে বাজ পড়ে মৃত্যু হল স্বামীর। আহত হয়েছেন স্ত্রীও। বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক এমন ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ির ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহুল এলাকায়। অল্পের জন্য বেঁচেছে ছেলে।বৃহস্পতিবার পরিবারের সকলে মাঠে ধানের কাজ করতে গিয়েছিলেন। কাটা ধানের গোছা বাঁধার কাজ করছিলেন গ্রামের কয়েকজন। গ্রামের অন্যান্যদের পাশাপাশি এই পরিবারের তিনজন ছিলেন। বিকেলে।
হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বৃষ্টির সঙ্গে বাজ পড়তে থাকে। তখনও মাঠে কাজ করছিলেন তারা। হঠাৎই বাজ পড়লে মাঠেই লুটিয়ে পড়েন বৃদ্ধ। সামনে ছিলেন স্ত্রী। স্বামীকে লুটিয়ে পড়তে দেখে চিৎকার করে লোক জড়ো করেন। পাশেই মাঠে কাজ করছিল ছেলেও। ছুটে এসে অচৈতন্য অবস্থায় বাবাকে উদ্ধার করে খাজরা হাসপাতালে আনা হয়। চিকিৎসক মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে রথু মাহাত নামে ৭৩ বছরের বৃদ্ধের। বাড়ি কেশিয়াড়ি থানা এলাকার ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহুল এলাকায়। স্ত্রী জানান, “মাঠে কয়েকজন ধানের গোছা বাঁধার কাজ করছিলাম। হঠাৎই স্বামীকে লুটিয়ে পড়তে দেখি। আমিও আহত হই। হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে জানান। চোখের সামনেই স্বামীকে হারালাম।” ছেলে জানায়, ‘মাঠে কাজ করার সময় বাজ পড়ে। বাবাকে লুটিয়ে পড়তে দেখি। এমন ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেশিয়াড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার দেহ ময়নাতদন্তে পাঠায়। এমন ঘটনায় শোকের ছায়া এলাকায়।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 02, 2025 12:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: স্ত্রীর চোখের সামনে সব শেষ, লুটিয়ে পড়লেন বৃদ্ধ! মর্মান্তিক এমন ঘটনার সাক্ষী থাকল এই জেলা