বন্দুকে বন্দুকে ছয়লাপ ! রেট্রো লুক আর আধুনিকতার মিশেলে চমকদার পোস্টার লঞ্চ ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
The Academy Of Fine Arts Poster Launch: পোস্টার উন্মোচন করলেন ছবির পরিচালক জয়ব্রত দাশ, অভিনেতা রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর, প্রযোজক সৌম্য সরকার, সঙ্কেত মিশ্র, মানব সাহা প্রমুখ।
বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনও এক ছায়াছবির পয়সা ফেরত আনার মূল কথা বিপণন কৌশল। অজস্র অংশীদারের ভিড়, ওটিটি চুক্তি, ব্র্যান্ডিং সব মিলিয়ে সাধারণত প্রযোজকের পয়সা মাঠে মারা যায় না। কিন্তু এখনও পোস্টার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে, ঠিক যেমন বইয়ের প্রচ্ছদ। বিজ্ঞজনেরা বলেন বটে পোস্টার দিয়ে ছায়াছবির বিচার করতে নেই, তবে ওটা নজরকাড়া না হলে দর্শকের আগ্রহ তৈরি প্রথম ধাপেই হোঁচট খায়। জয়ব্রত দাশের ছবি দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস অন্তত এদিক থেকে চোখ টানবে, পোস্টার আকর্ষণীয় করতে কোনও খামতি রাখা হয়নি।
advertisement
ধনতেরসের শুভ লগ্নে ছবিটির পোস্টার লঞ্চ হল বাইপাস সংলগ্ন এক লাউঞ্জ বারে। পোস্টার উন্মোচন করলেন ছবির পরিচালক জয়ব্রত দাশ, ছবির অভিনেতা রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর, প্রযোজক সৌম্য সরকার, সঙ্কেত মিশ্র, মানব সাহা, সঙ্গীত পরিচালক সৌম্য ঋত প্রমুখ। এই ছবির একটা বড় অংশ জুড়ে আছে কামনা আর হিংসা, দুইয়ের যা রঙ, সেই লালের প্রাবল্য মঞ্চ জুড়ে ছিল।
advertisement
বিশাল এক লাল কাপড় সরিয়ে যখন উঁকি দিল ছবির পোস্টার, তা চিত্রনাট্যের রহস্য আর রহস্যভেদের প্রতিশ্রুতি দিয়ে গেল। রেট্রো লুক আর আধুনিক জীবনের অনুষঙ্গে তৈরি এই পোস্টারের তারিফ অনেকেই করবেন। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা ভাগ করে নেন ছবির নির্মাণকালীন নানা অভিজ্ঞতা ও স্মৃতি। পরিচালক ও নির্মাতাদের বক্তব্যে উঠে আসে এই চলচ্চিত্রের পিছনে থাকা চার বছরের দীর্ঘ পরিশ্রমের গল্প, যেখানে একদল তরুণ চলচ্চিত্রকার, পরিচালক জয়ব্রতের সহপাঠী ও SRFTI-এর কৃতী ছাত্রছাত্রীরা, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলেছেন তাঁদের প্রথম ছায়াছবি।
advertisement
বহুবার বন্ধ হয়ে গিয়েছে ছবির কাজ, আবার ফান্ড জোগাড় করে শুরু হয়েছে। মুখ্য ভূমিকায় রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, ঋষভ বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অমিত সাহা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর, অঞ্জন রায় চৌধুরী প্রমুখ অভিনয় করেছেন।
advertisement
একটি অত্যন্ত দামি অ্যান্টিক মদের বোতল আর কয়েকজন ক্রিমিনাল এই ছবির মূল বিষয়। সবাই মিলে প্ল্যান করে এই দুর্লভ বোতল চুরি করার। সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে নেমেই ঘটতে থাকে একের পর এক রোমহর্ষক ঘটনা। ছলে, বলে দখল ও বেদখল, বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার প্রেক্ষিতে সিনেমার গল্প আবর্তিত হয়। পরতে পরতে উত্তেজনার পারদ বাড়ে নায়িকাদের উষ্ণ পরকীয়া, প্রতারণার রোমাঞ্চকর রসায়নেও। সিনেমাটি শেষ করতে সাহায্য করেছেন সৌম্য সরকার এবং প্রমোদ ফিল্ম সের কর্ণধার প্রতীক চক্রবর্তী। প্রতীক চক্রবর্তী বলেন, বাংলায় পাল্প অ্যাকশন কমেডি, এই ধরনের ছবি এর আগে খুব একটা হয়নি। কাজেই এই অন্য ধারার ছবি যাতে বাঙালি দর্শকদের কাছে পৌঁছতে পারে সেজন্যই ছবিটির সমর্থনে দাঁড়িয়েছি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement