West Medinipur News: ঘণ্টা বাজাতে আর দরকার হবে না কারো! দুর্দান্ত অটোমেটিক বেল তৈরি করে সাড়া ফেললেন শিক্ষক
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
সবং ব্লকের ভেমুয়া অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষক সুরজিৎ মাইতি স্কুলের ঘণ্টা বাজানোর জন্য তৈরি করেছেন অটোমেটিক বেল।
পশ্চিম মেদিনীপুর: জীববিদ্যার শিক্ষক হলেও, এক শিক্ষক ঘটিয়ে ফেলেছেন বিজ্ঞানের এক অদ্ভুত ঘটনা। যে মানুষটি প্রাণী উদ্ভিদ নিয়ে পড়াশোনা, তিনি ইঞ্জিনিয়ারিংয়ে বেশ দক্ষ। ছোট থেকেই ক্ষীণ দৃষ্টি থাকলেও তিনি নিজের হাতে বানিয়ে স্কুলকে উপহার দিয়েছেন অত্যন্ত প্রয়োজনীয় এক জিনিস। যা বেশ উপকারী। নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে, জীববিদ্যার শিক্ষক হলেও তিনি করেছেন এক অসাধ্য সাধন। নিজের বিদ্যালয়ের জন্য তৈরি করলেন অটোমেটিক বেল, যা নির্দিষ্ট সময় অন্তর কোন মানুষের সহযোগিতা ছাড়াই ঘণ্টা দিতে থাকবে। নির্দিষ্ট সময়ে বেল বাজানোর জন্য আর প্রয়োজন হবে না কাউকে, নির্দিষ্ট অ্যানাউন্সমেন্ট এবং নির্দিষ্ট সময়ে পড়বে ঘন্টা।
তিনি বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষক। ছোট থেকেই ক্ষীণ দৃষ্টি। তবে জীবনের সব বাধা প্রতিবন্ধকতাকে ছাড়িয়ে তিনি সমাজের কাছে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে জীববিদ্যার শিক্ষক সুরজিৎ মাইতি। পড়াশোনা জীববিজ্ঞান নিয়ে, এবার শিক্ষক সুরজিৎ মাইতি নিজের বিষয়ের বাইরে গিয়ে স্কুলের জন্য তৈরি করলেন এক বিশেষ ধরনের অটোমেটিক বেল। যা স্বয়ংক্রিয়ভাবেই নিজেই নির্দিষ্ট সময়ে বাজবে। সঙ্গে থাকবে অ্যানাউন্সমেন্ট সিস্টেম। বিশেষ এক প্রযুক্তিই বেশ কয়েক দিনের প্রচেষ্টায় তৈরি করেছেন তিনি।
advertisement
advertisement
সবং ব্লকের ভেমুয়া অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষক সুরজিৎ মাইতি খেয়াল করেন, স্কুলের ঘণ্টা বাজানোর কাজ যারা করেন তাঁদেরকে অধিকাংশ সময় অন্যান্য অফিসিয়াল কাজে ব্যস্ত থাকতে হয়। তাই তাঁদের পক্ষে নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজানো সহজসাধ্য হয়ে ওঠে না। ফলে হামেশাই সময়ের আগে-পরে হয়ে যায় ঘণ্টা বাজানো। এই সমস্যা দূর করতেই তিনি এই বিশেষ ধরনের অটোমেটিক বেল তৈরি করেন। এতে একেবারে নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজবে, হবে অ্যানাউন্সমেন্ট।সুরজিৎ বাবুর তৈরি এই অটোমেটিক বেল তাঁর নিজের স্কুলের পাশাপাশি অন্যান্য বিভিন্ন স্কুলও ব্যবহার করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার এই বিশেষ অটোমেটিক বেল তৈরি করতে ব্যবহার করা হয়েছে, ব্যবহার না হওয়া মোবাইল ফোন, বিদ্যালয়ের সাউন্ড সিস্টেম এবং আপৎকালীন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার না হওয়া ইউপিএস। যা দিয়ে তিনি তৈরি করেছেন এই অটোমেটিক সিস্টেম। এতে নির্দিষ্ট সময় অন্তর শুধু ঘণ্টাই বাজবে না, সঙ্গে হবে অ্যানাউন্সমেন্ট। শিক্ষকের এই অভিনব ভাবনায় খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 6:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ঘণ্টা বাজাতে আর দরকার হবে না কারো! দুর্দান্ত অটোমেটিক বেল তৈরি করে সাড়া ফেললেন শিক্ষক