Bike Accident: রাত পোহালেই ছিল আলোর উৎসব, তার আগেই বাইক দুর্ঘটনায় নিভল প্রাণের আলো, এলাকায় হাহাকার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bike Accident: অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাসন্তী : রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী রাজ্য সড়কের বাসন্তী থানার ৭ নম্বর ঢুড়ি এলাকায় দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয় তাদের মধ্যে আব্দুল হামিদ মোল্লা নামে এক যুবককে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরসাইফুদ্দিন ঘরামি ও হোসেন মোল্লাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে তাদের অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাইফুদ্দিন ঘরামির মৃত্যু হয় বলে জানায়। অন্যদিকে আব্দুল হামিদ মোল্লা বাসন্তী গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় বলে জানা যায়।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। তবে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
Anup Biswas
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2025 12:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: রাত পোহালেই ছিল আলোর উৎসব, তার আগেই বাইক দুর্ঘটনায় নিভল প্রাণের আলো, এলাকায় হাহাকার