Howrah News: ছেলেকে শেষ দেখা দেখতে ভিন জেলায় হন্যে হয়ে ঘুরছেন বৃদ্ধ বাবা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: ছেলেকে শেষ দেখা দেখতে ভিন জেলায় হন্যে হয়ে ঘুরছে বৃদ্ধ বাবা! ভিন জেলায় কাজে আশায় যেন কাল হয়ে দাঁড়াল পরিবারে। হঠাৎ গত রবিবার রাতে ছেলের মৃত্যুর খবর পৌঁছয় বাড়িতে। এরপর সোমবার তড়িঘড়ি বাড়ির লোক আসে হাওড়ায়।
হাওড়া: ছেলেকে শেষ দেখা দেখতে ভিন জেলায় হন্যে হয়ে ঘুরছে বৃদ্ধ বাবা! ভিন জেলায় কাজে আশায় যেন কাল হয়ে দাঁড়াল পরিবারে। হঠাৎ গত রবিবার রাতে ছেলের মৃত্যুর খবর পৌঁছয় বাড়িতে। এরপর সোমবার তড়িঘড়ি বাড়ির লোক আসে হাওড়ায়।
প্রায় ১০ বছর আগে পূর্ব মেদিনীপুরের ময়না থানার অন্তর্গত মগরা গ্রাম থেকে হাওড়ায় কারখানায় কাজ আছে ছিল শ্রীকান্ত। একটু বেশি উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াবে সেই আশা নিয়েই ঘর ছেড়ে ছিল যুবক। কিন্তু এমন ঘটনা ঘটবে ৩৬ বছর বয়সি শ্রীকান্তর সঙ্গে আন্দাজও করতে পারেনি কেউ। কাজের ফাঁকে ছুটি পেলে মাঝে মধ্যে বাড়িতে যেত। কয়েকমাস বাড়িতে যায়নি, বাড়ির সঙ্গে ফোনে কথাও হয়নি বেশ কিছুদিন হয়েছে। এর মধ্যেই রবিবার দুঃসংবাদ পৌঁছল পরিবারে।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে বাড়িতে হাওড়া সাঁকরাইল থানার পুলিশ ফোন মারফত জানায় শ্রীকান্তর মৃত্যু খবর। সোমবার সাঁকডরাইল থানা উদ্দেশ্যে রওনা দেয় পরিবারের লোকজন। মাঝ রাস্তা থেকেই হাওড়া হাসপাতালে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখানে দেহ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলেও পরিবারের হাতে দেহ দেওয়া হয়নি অভিযোগ পরিবারের।
advertisement
পরিবারের লোকজন জানায়, টিপসই শেষে একটি ছবি দেখান হয়েছিল। সেই ছবিতে শ্রীকান্তর গোটা শরীর পোড়া। মদ্যপ অবস্থায় দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ, এমনটাই জানাযায় পরিবার সূত্রে। তবে পরিবারের মনে করছে, কারখানায় বা অন্য কারণে মৃত্যু হয়েছে ছেলের। মৃত ছেলের দেহ পাওয়ার দাবি জানাচ্ছে পরিবার। একই সঙ্গে ঘটনার পূর্ণ তদন্ত দাবি তাঁদের। মেদনীপুর থেকে মৃতের বাবা সহ কয়েকজন আত্মীয়-স্বজন দেহ পেতে হাওড়ায় হাজির হয়েছেন। ছেলেকে শেষ দেখা দেখতে অপেক্ষায় বৃদ্ধ বাবা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 11:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ছেলেকে শেষ দেখা দেখতে ভিন জেলায় হন্যে হয়ে ঘুরছেন বৃদ্ধ বাবা

